ক্যালেন্ডারের তারিখে আজ ভালোবাসা দিবস,
সত্যিই ভালোবাসা কি কোন, দিন বা রাত্রির আপোস!
বছরে বারো মাস, ছয়টি ঋতুই ভালবাসার মরশুম,
কুমেরু থেকে সুমেরু , ভালোবাসা প্রকাশ চিরন্তন।
গ্রীষ্মের দাবদাহে তোমার শরীরের ঘামে
আমি প্রেম খুঁজি,
বর্ষায় ভিজে দুজন, শাড়ির আঁচলে ভালোবাসা মুছি।
শরতের আকাশে পুঞ্জীভূত মেঘ বলে ভালোবাসি,
হেমন্তের সন্ধ্যায় গোধূলির আলোয় আরো কাছাকাছি।
উত্তরের শীতল বাতাসে যেন প্রেমের অনুভব,
ঠান্ডায় কাঁপে শরীর, মন, উষ্ণতা খুঁজে নিঃশ্বাস!
বসন্তে কি প্রেম আরো রঙিন হয়, দোল উৎসবে?
শিমুল, পলাশে, প্রকৃতিও, ভালোবাসার রঙ রাঙিয়ে…