ওই ম্যাও পুশিটা তোমার বড় আদরের
লেজ নাড়তে নাড়তে সামনে দাঁড়ানো ওপাড়ার ভুলুও
কত আদর জমিয়ে রেখেছো
খাঁচার ঐ পাখিটাকে দেবে বলে
কত আহ্লাদে বড় করেছো নিজের আত্মজাকে
শুধু আঁচড়ে কামড়ে রেখেছো
আঁচল ছাড়া বেড়ে ওঠা
একরত্তিকে…
যত বিরক্তি তাকে নিয়ে
যত ঈর্ষা তাকে ঘিরেই
অথচ তুমি মা! তার না হও, অন্য কারোর!
তুমি জন্মদাত্রী, তার না হও, অন্য কারোর…
তুমি কখনো জানলেই না
মা শব্দের আসলে অনেক ভার!
মা কখনো জটিল হয় না …।।