আমি বারবার দেখি
ফুল গাছটাকে!
এক অদ্ভুত সততা নিয়ে
বেড়ে উঠেছে ও!
কত সুন্দর রূপ,রস,গন্ধে নিজেকে করেছে ভরপুর
অথচ জানে না নিজের নিয়তি!
হয়তো এই ফুলগুলোর মধ্যে
কতকগুলো পায়ে পিষে যাবে
সৌন্দর্যের মূল্য না পেয়েই
হয়তো কিছু ফুল চলে যাবে
কবরে
কেউ বা মুখোশ পরা প্রেমিকের ছলনার সাক্ষী
কেউ ঠাঁই পাবে ঠান্ডামাথার খুনীর বুকপকেটে!
কচ্চিৎ কারো কপালে জুটবে মন্দিরের ধুলো
কেউ বা বরাত জোর পৌঁছে যাবে মুরলীর পায়ের কাছে!
কিন্তু তাতে কি?
এক অমোঘ সত্যের কাছে মাথা নুইয়েছে এরা সবাই!
নিয়তি হেরে যাবে
এরা থাকবে অবিচল।।