নিঝুম রাত, তুমি কি জাগবে আজ আমার সাথে?
অন্য একটা সোনাঝরা স্নিগ্ধ দিনের অপেক্ষায়,
ব্যর্থ প্রেমিক, তুমি কি আঁকবে রঙিন স্বপ্ন?
হারানো প্রেয়সি ফিরে আসার অপেক্ষায়!
বেকারত্বের তকমা দিয়ে যে প্রেয়সি গিয়েছে ছেড়ে
নোনা জলের স্রোতে ভিজেছে বালিশ যার অবহেলায়,
হে প্রেমিক, জাগবে কি আজ আরও একটি রাত??
নতুন দিনের মন রাঙাতে নতুন কোনো ভালোবাসায়,
বৃদ্ধাশ্রমের বৃদ্ধা মা, তোমার চোখে আসবে কি ঘুম?
নাকি অপলকে রবে চেয়ে অন্তহীন দক্ষিণ জানালায়,
পরিশ্রান্ত পাখিরা যখন ক্লান্ত হয়ে ফিরবে আপন বাসায়
তোমার মন কি উঠবে জেগে আত্মজ কে দেখার আশায়।
ওই যে দূরে শহর ঘেঁষা সংকীর্ণ এক বস্তি বারান্দায়
যে শিশুটি কাঁদছো বসে খাদ্যহীন জঠর জ্বালায়,
বলো, মনে কি হয় এই অন্ধকার রাতের শেষে
পরিপূর্ণ আহার মিলবে তোমার খিদের সময়??
খুশি নামক যে মেয়েটি দাঁড়িয়ে আছো গলির মোড়ে
রং মেখেছো মুখে চোখে শরীর পিয়াসি বাবুর চাহিদায়,
জাগবে কি আজ তুমিও, কামনাময় ঘোর রজনী
দিন বদলানোর সুপ্ত কোনো বাসনায়!!
তবে তোমরা জেনো সবাই, বদলাবে না কোনো কিছুই,
শুধু ক্যালেন্ডারেরই বদল ঘটবে অবশেষ
না পাওয়া হৃদয় অপেক্ষাতেই যায় হারিয়ে
আসেনা সেথায় বর্ষবরণের আনন্দেরই রেশ।।