জীবনের এই উপন্যাসে ভূমিকা উপসংহার কিছুই নেই
শুধু মাঝখানের পাতাগুলোয় অজস্র কাটাকাটির
লেখা
কাটাকাটির খেলায় জিততে পারিনি একদিনও
হেরে গেছি বারবার কারণ জীবনের অঙ্কে বড্ড কাঁচা
অনেক চেষ্টায় প্রতি ক্লাসেই অঙ্কে ডাঁহা ফেল
একটাও মেলেনি অঙ্ক…!!
উপরি পাওনা এক বিশেষ উপহার
রাগ মান অভিমান কান্না কষ্ট কিচ্ছু দেখানো যাবে না….সবে নিষেধাজ্ঞা
বুকের ল্যাটলেটে রক্তাক্ত হৃদপিণ্ডে সব করতে হবে দফন
কফিনে দেওয়া যাবে না সুগন্ধি
মোড়া যাবে না মখমলি চাদরে
দূর্গন্ধ ও ছাড়ানো মানা
অলিন্দের কুঠুরিতে জমা থাক মুখ বুজে
হেরে যাওয়া দিন যাপনের কথা ….!!
জীবনের উপন্যাস টা বন্ধ থাক লাল ডায়েরির ভাঁজে
হয়তো সব ঠিক আমিই বড্ড বেমানান এই জীবনে
তাই এক্বাদোক্বা কাটাকাটি সাপ লুডো সবেই হেরেছি গো-হারা
পরজন্মে আর হারবো না
অঙ্ক শিখে প্রথম হবো প্রতি ক্লাসে
নাটকের শেষ অঙ্কে জিততেই হবে শেষটা ।।