এইদিন স্পোর্টস নিউজ, ১৯ নভেম্বর : আর কয়েক ঘন্টা পরেই একদিনের ক্রিকেট বিশ্বকাপের মহারণ । গুজরাটের আহআমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া । গোটা বিশ্ব তাকিয়ে আছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের দিকে । এদিকে বিশ্বকাপের চুড়ান্ত ম্যাচে খেলতে নামার আগে ভারতের দলের কোচ রাহুল দ্রাবিড়ের খোলাখুলি প্রশংসা করলেন ক্যাপ্টেন রোহিত শর্মা । তিনি বলেছেন যে রাহুল দ্রাবিড় এই দলকে এই জায়গায় নিয়ে আসার জন্য একটি বড় ভূমিকা রেখেছেন । তাই এদিন ফাইনাল ম্যাচ জিতে কোচের হাতে বিজয়ীর ট্রফি তুলে দিয়ে তাঁকে বিদায়ী উপহার দিতে চান বলে জানিয়েছেন তিনি । উল্লেখ্য, আজ রবিবারেই বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে রাহুল দ্রাবিড়ের ।
বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রোহিত শর্মা বলেছেন,’রাহুল দ্রাবিড় ভারতীয় ক্রিকেট দলে অনেক অবদান রেখেছেন এবং আমরা তার জন্য বিশ্বকাপ শিরোপা জিততে চাই । টি-টোয়েন্টি বিশ্বকাপের কঠিন সময়ে তিনি যেভাবে খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছিলেন,এটি তার সম্পর্কে অনেক কিছু বলে। সেমিফাইনাল পর্যন্ত আমরা ভালো করেছি, কিন্তু হেরে গেছি। ভারতীয় ক্রিকেটের জন্য তিনি যা করেছেন তা অবশ্যই বিশাল। তিনি এই বড় আয়োজনের অংশ হতে চান। অন্তত তার জন্য আমাদের ফাইনাল ম্যাচ হবে ।’
রোহিত শর্মা আরও উল্লেখ করেছেন যে ভারতীয় দল যখন কঠিন পরিস্থিতির মধ্যে লড়াই করছিল তখন রাহুল দ্রাবিড় দায়িত্ব নিয়েছিলেন। রাহুল দ্রাবিড়ের চিন্তাভাবনা শামির ফিল্ডিংয়েও কাজ করেছিল। আমাদের মূল খেলোয়াড় হার্দিক পান্ডিয়া যখন ইনজুরিতে পড়েন, তখন দ্রাবিড় শামিকে দলে থাকার পরামর্শ দেন। দলে আসার পর শামি যা করেছেন তা কারো কাছেই গোপন নয়।
চলতি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার দুর্দান্ত পারফরম্যান্স করেছে । লিগ পর্বের সবকটি ম্যাচেই জিতেছে ভারত। প্রথম সেমিফাইনালে বাজেভাবে হেরে যায় নিউজিল্যান্ড। এখন টিম ইন্ডিয়ার লক্ষ্য ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা জেতা । এদিকে রাহুল দ্রাবিড়ের চুক্তির শেষ দিন রবিবার এবং এই মহান ভারতীয় ক্রিকেটারের জন্য এর চেয়ে ভাল বিদায়ী উপহার আর হতে পারে না। দ্রাবিড় কি এক্সটেনশন পাবেন নাকি? এ নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। তবে বর্তমানে জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ) সভাপতি ভিভিএস লক্ষ্মণ পরবর্তী কোচ হতে পারেন বলে খবর ।।