এইদিন ওয়েবডেস্ক,১১ নভেম্বর : বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপে সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ডের কাছে শোচনীয় পরাজয়ের পর ভারতের সিনিয়র খেলোয়াড়দের ভবিষ্যৎ প্রশ্ন চিহ্নের মুখে পড়েছে । টি-টোয়েন্টির মতো সংক্ষিপ্ত ফরম্যাটে রোহিত শর্মা, বিরাট কোহলি,রবিচন্দ্রন অশ্বিন এবং দীনেশ কার্তিকের মতো সিনিয়র খেলোয়াড়দের দল থেকে ধীরে ধীরে বাদ দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছে বিসিসিআই । সুত্রের খবর,টি-২০ ফরম্যাটে অশ্বিন ও কার্তিকের এটাই শেষ মরশুম । সিনিয়র ক্রিকেটারদের টি-২০ নয় বরঞ্চ ওয়ানডে এবং টেস্ট ম্যাচে ফোকাস করতে বলা হবে বলে জানা গেছে । আগামী বছর টি-টোয়েন্টিতে বেশিরভাগ সিনিয়র খেলোয়াড়দের আর দেখা যাবে না বলে মনে করা হচ্ছে । তার পরিবর্তে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে এক ঝাঁক তরুন খেলোয়াড়কে দেখা যেতে পারে টিম ইন্ডিয়ায় ।
এদিকে ভারত আগামী ১৮ নভেম্বর থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে সিরিজ খেলবে । এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি এবং কেএল রাহুলকে । দলের নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান । ঋষভ পন্তকে পুরো সফরের জন্য সহ-অধিনায়ক করা হয়েছে। এছাড়া দলে শ্রেয়াস আইয়ার, শুভমান গিল, সঞ্জু স্যামসনের মতো তরুণ খেলোয়াড়দের সূযোগ দেওয়া হয়েছে ।।