এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,১২ নভেম্বর : আজ রবিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে নেদারল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে ছক্কা হাঁকানোয় দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেট তারকা এবি ডিভিলিয়র্সের রেকর্ড ভাঙলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা ।৬.৪ ওভারে কলিন অ্যাকারম্যানের বলে ছক্কা হাঁকানোর সঙ্গে সঙ্গেই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সর্বকালীন এই রেকর্ড গড়ে ফেলেন তিনি।
প্রথমে ব্যাট করতে নামে ভারত । চলতি বর্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এটি রোহিতের ৫৯ তম ছক্কা। তিনি ২৫ টি ওয়ান ডে ম্যাচে ২৪ টি ইনিংস খেলে এই কৃতিত্ব অর্জন করেছেন । অন্যদিকে এবি ডি’ভিলিয়র্সের ১৮ টি ইনিংসে ৫৮ টি ছক্কা এক দিনের ক্রিকেটে ছিল কোনও ব্যাটসম্যানের মারা সব থেকে বেশি ছক্কার রেকর্ড ।
রবিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারত। রোহিত শর্মা ৫৪ বলে ৬১ রান করে ডি লিডের ওয়েসলি বারেসির হাতে ক্যাচ দিয়ে প্যাভলিয়নে ফেরত যান । তার ইনিংসে ছিল ৮ টি চার ও ২ টি ৬ । শুভমান গিল ৩২ বলে ৩ টি চার ও ৬ টি ছয়ের সহায়তায় ৫১ রান করেন । পল ভ্যান মিকেরেনের বলে তেজা নিদামানুরুর হাতে ক্যাচ দেন শুভমান । বিরাট কোহলি ৫৬ বলে ৫১ রান করে ভ্যান ডার মেরওয়ের বলে আউট হন । ৪০ ওভারে ভারত ৩ উইকেট হারিয়ে ৩৮৩ রান করেছে৷ বর্তমানে ক্রিজে রয়েছেন শ্রেয়াস আইয়ার(৭৩) ও কে এল রাহুল(৩৭)।।