এইদিন ওয়েবডেস্কগুয়াহাটি,৩০ সেপ্টেম্বর : আসামের মরিগাঁও জেলার পবিটোরা বন্যপ্রাণী অভয়ারণ্যে একজন রোহিঙ্গা ব্যক্তিকে পিষে মারল একটা গন্ডার । ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ১০টার দিকে। মৃতের নাম সাদ্দাম হোসেন । আসামের কামরুপ মেট্রোপলিটন জেলার সোনাপুরের কসুতোলি এলাকায় ঠেক ওই রোহিঙ্গার পরিবারের । জানা গেছে,মধ্যবয়সী লোকটি তার মোটরবাইকে চড়ে যখন হাদুগর এলাকা দিয়ে যাচ্ছিল সেই সময় হঠাৎ গন্ডারটি তাকে আক্রমণ করে । আশপাশের লোকজন গন্ডারটিকে তাড়ানোর চেষ্টায় চিৎকার শুরু করে । পরে গন্ডারটি চলে গেলে স্থানীয়রা ঘটনাস্থলে ওই ব্যক্তির ছিন্নভিন্ন দেহ পড়ে থাকতে দেখে । গন্ডার তার শরীরের একাধিক জায়গায় শৃঙ্গ দিয়ে আঘাত করে বলে জানা গেছে । এরপর গ্রামবাসীরা শীঘ্রই বন কর্মকর্তা এবং স্থানীয় পুলিশকে খবর দেয় কিন্তু তাদের আসার জন্য অপেক্ষা না করে আহতকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন । পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
পুরো ঘটনাটি একজন প্রত্যক্ষদর্শী তার মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করে রাখে । স্থানীয়রা জানিয়েছেন যে ওই রাস্তা দিয়ে একটি গন্ডার হেঁটে যাওয়ার কারণে তারা বাইক চালককে ওই এলাকা অতিক্রম না করার জন্য সতর্ক করেছিল। তবে, তিনি তাদের কথায় কর্নপান না করে এগিয়ে যান এবং চার্জিং গন্ডারটি তাকে আক্রমণ করে।
প্রসঙ্গত,রোহিঙ্গা ও বাংলাদেশি উদ্বাস্তুরা ব্যাপক হারে বেআইনিভাবে ভারতে ঢুকে পড়ছে । আসামে আসা উদ্বাস্তুদের দল বন্যপ্রাণী অভয়ারণ্যগুলির জায়গা জবরদখল করে বসবাস করছে । যেকারণে বণ্যপ্রাণীরা নিজেদের বাসস্থান হারাচ্ছে । অনুপ্রবেশকারী মানুষের বসতির কারনে গন্ডানের মত প্রাণীদের আবাসস্থল থেকে বিচ্যুত হওয়া খুবই সাধারণ ঘটনা হয়ে গেছে আসামে ৷ আর বন্যপ্রাণীদের আক্রমণে প্রায়শই উদ্বাস্তুদের প্রাণহানির ঘটনা ঘটেছে সেখানে ।।