এইদিন ওয়েবডেস্ক,দামাস্কাস,২০ আগস্ট : সিরিয়ায় রকেট হামলায় ৫ শিশুসহ ১৪ জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছে কমপক্ষে ৩০ জন । শুক্রবার এই রকেট হামলাটি হয় সিরিয়ার উত্তরাঞ্চলীয় আল-বাব শহরের একটি বাজারে । হামলার পর হোয়াইট হেলমেট রেসকিউ গ্রুপ উদ্ধার অভিযান শুরু করে । সংস্থাটি বলছে, হামলার পর উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছে ।
উল্লেখ্য,টানা ১১ বছর ধরে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে । সিরিয়ার এক এক অঞ্চলের নিয়ন্ত্রণ রয়েছে এক এক সন্ত্রাসবাদী গোষ্ঠীর হাতে । হামলার শিকার হওয়া আল-বাব শহরটি আলেপ্পো প্রদেশের মধ্যে পড়ে । এটি তুর্কি সমর্থিত সন্ত্রাসবাদী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে । এই প্রদেশের অন্যান্য অংশ রাশিয়া সমর্থিত সিরিয়ার সরকারি সেনাদের দখলে রয়েছে । আমেরিকা সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) সিরিয়ার উত্তর এবং উত্তর-পূর্বের কিছু অংশ নিয়ন্ত্রণ করে । তবে এসডিএফ-এর মিডিয়া মুখপাত্র ফরহাদ শামি শুক্রবার আল-বাব শহরে রকেট হামলায় তাদের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন ।।