এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০৩ আগস্ট : বাংলাদেশের নাটোর সুগার মিলের কারখানায় নৈশ প্রহরীদের বেঁধে রেখে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল প্রায় ৯০ লাখ টাকার যন্ত্রপাতি ট্রাক ভর্তি করে নিয়ে যায়। আজ রবিবার মাঝরাত থেকে ভোর পর্যন্ত এই ডাকাতি চলে বলে জানিয়েছেন নাটোর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান।
তিনি বলেন, শনিবার রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, এর মধ্যে রাত দেড়টার দিকে ২০-২৫ জনের একটি ডাকাত দল মিলের গেটের নৈশ প্রহরীকে অস্ত্রের ভয় দেখিয়ে হাত, পা ও মুখ বেঁধে রেখে ভিতরে প্রবেশ করে। পরে মিলের ভিতরে থাকা আরও সাতজন নৈশ প্রহরীকে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে বেঁধে বয়লার রুমে আটকে রাখে। পরে ডাকাতরা মিলের বিভিন্ন স্থানে থাকা তামা, পিতল, লোহা ও ব্রোঞ্জের দামি দামি প্রায় ৯০ লাখ টাকার যন্ত্রপাতি লুট করে ট্রাক ভর্তি করে নিয়ে চলে যায়।
ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর বলেন, ডাকাতরা প্রায় তিন ঘণ্টা ধরে মিলের ভিতরে তাদের কার্যক্রম চালায়। পরে ভোরের দিকে একজন নৈশ প্রহরী কৌশলে তার বাঁধন খুলে মিলের হুইসেল বাজিয়ে দেয়।
এবং অন্য প্রহরীদের বাঁধন খুলে দিয়ে মসজিদের মাইক থেকে মাইকিং করে ডাকাতির ঘটনাটি সবাইকে জানায়। খবর পেয়ে মিল কর্মকর্তা ও কর্মচারীরা মিলে এসে পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন, নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।
তিনি বলেন,’আমরা নানা স্তরে ডাকাতির ঘটনা তদন্ত করছি। কারা ছিলেন দায়িত্বে, সিসিটিভি ক্যামেরা ফুটেজ এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা অনুসন্ধান চালাচ্ছি। এখনকার অভ্যন্তরীণ লোকদের সম্পৃক্ততার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। দ্রুতই আমরা ঘটনার বিস্তারিত জানাতে পারব৷’
প্রসঙ্গত,মহম্মদ ইউনূসের নেতৃত্বে ইসলামি মৌলবাদী গোষ্ঠীগুলি অনৈতিকভাবে ক্ষমতা কুক্ষিগত করার পর থেকে চুড়ান্ত নৈরাজ্য চলছে বাংলাদেশে । ব্যাপক আর্থিক সঙ্কটের মুখে বাংলাদেশিরা চুরি-ডাকাতি- ছিনতাইয়ের দিকে ঝুঁকছে । সম্প্রতি বাংলাদেশের মিডিয়া জানিয়েছিল যে ডাকাতির জন্য মোটরসাইকেল ও অস্ত্রসস্ত্র ভাড়া দেওয়ার জন্য এজেন্সি পর্যন্ত চালু হয়ে গেছে সেখানে । যা ওই ইসলামি দেশটির নৈরাজ্যের চিত্র তুলে ধরে ।।