শ্যামসুন্দর ঘোষ,বর্ধমান,০৭ এপ্রিল : “আগে রাস্তা পরে ভোট” এবং “নেতা চাইনা রাস্তা চাই” লেখা ব্যানার হাতে নিয়ে গ্রামের বেহাল রাস্তা সংস্কারের দাবিতে তুমুল বিক্ষোভ দেখালো বর্ধমান-১ নম্বর ব্লকে বন্ডুল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নারাগোহালিয়া গ্রামের ঘোষ পাড়ার ১৯ নম্বর বুথের বাসিন্দারা । ওই পাড়ায় প্রায় দুই শতাধিক পরিবারের বসবাস । পাড়ায় যাতায়তের একটাই রাস্তা । অথচ দীর্ঘ দিন ধরে রাস্তাটি বেহাল অবস্থার পড়ে আছে । পঞ্চায়েত, বিডিও অফিসে গিয়ে রাস্তা সংস্কারের দাবিতে বহুবার তদ্বির করা হলেও রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ ।
স্থানীয় বাসিন্দা দীনবন্ধু ঘোষ, মদন ঘোষরা বলেন, ‘দীর্ঘ ৩৫ বছর ধরে আমাদের পাড়ার রাস্তা বেহাল অবস্থায় পড়ে আছে । পঞ্চায়েত, বিডিও অফিসে বহুবার গিয়ে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছি । গ্রামের শাসকদলের নেতাদের রাস্তা সংস্কারের দাবিতে অনেক অনুনয় বিনয় করেছি । নেতারা খালি আশ্বাস দেয় যে ভোট মিটলেই রাস্তা সংস্কার করে দেওয়া হবে । কিন্তু ভোট আসে ভোট যায়, আমাদের গ্রামের আর রাস্তা সংস্কার হয় না । তাই আমরা ঠিক করেছি যে আগে রাস্তা পরে ভোট ।’
নারাগোহালিয়া গ্রামের ঘোষ পাড়ার ১৯ নম্বর বুথের বাসিন্দারা শুধু ব্যানার হাতে বিক্ষোভই প্রদর্শন করে ক্ষান্ত হননি,একই শ্লোগান লেখা ফেস্টুন গ্রামের বাড়ির দেওয়ালে দেওয়ালে সাঁটিয়ে দিয়েছেন তারা । এদিকে লোকসভা ভোটের ঠিক মুখেই ভোট বয়কটের ডাক দেওয়ায় চরম অস্বস্তিতে পড়ে গেছেন এলাকার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব । যদিও নির্বাচনী বিধিভঙ্গের আশঙ্কায় রাস্তা সংস্কারের বিষয়ে তাদের কোনো প্রতিশ্রুতি দিতে শোনা যায়নি ।।