দিব্যেন্দু রায়,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),২৫ অক্টোবর : পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম বিধানসভার শাঁখাই গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে ভাগীরথী নদী । নদীর কিছুটা পাশ দিয়ে গেছে সড়ক পথ । পাড়ের একটু একটু করে গ্রাস করতে করতে ভাগীরথী এবার ওই সড়ক পথের কাছাকাছি পর্যন্ত পৌঁছে গেছে । ফলে সড়কপথে ধ্বস দেখা দিয়েছে । যার জেরে বন্ধ হয়ে গেছে বাস চলাচল । বর্তমানে বাস ধরার জন্য প্রায় সাড়ে তিন কিলোমিটার দুরে উদ্ধারণপুর বাসস্ট্যান্ডে যেতে হচ্ছে । ফলে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় গ্রামবাসীদের ।
জানা গেছে, শাঁখাই বাসস্ট্যান্ডের কিছুটা পাশ দিয়ে বয়ে গেছে ভাগীরথী । এই বাসস্ট্যান্ড থেকে বীরভূমের বিভিন্ন জায়গা ছাড়াও আসানসোল, দুর্গাপুর, বেনাচিতি প্রভৃতি একাধিক রুটে বাস চলাচল করে । শাঁখাই এলাকা ছাড়াও কাটোয়া শহরের বহু মানুষ শাঁখাই বাসস্ট্যান্ডে এসে বাস ধরেন । কিন্তু শাঁখাই গ্রামের ভিতরে সড়কপথের প্রায় ৫০ ফুট অংশে বিপজ্জনক ধ্বস দেখা দিয়েছে । যার জেরে এই বাসস্ট্যান্ড থেকে বাস চলাচল বন্ধ রাখতে হয়েছে ।
স্থানীয়রা জানিয়েছেন,ভাগীরথী ভাঙন রোধে আগেই যদি ব্যাবস্থা নেওয়া হত তাহলে আজ এই পরিস্থিতির সৃষ্টি হত না । কেতুগ্রামের বিধায়ক শেখ সাহনাওয়াজ জানিয়েছেন, শাঁখাই গ্রামে ভাগীরথীর ভাঙন রোধে ব্যাবস্থা নেওয়ার জন্য তিনি সেচ দফতরকে জানিয়েছেন । রাস্তার কাজ যাতে দ্রুত হয় তানিয়েও কথাবার্তা চলছে বলে জানিয়েছেন বিধায়ক ।।