মনোজ মালিক,ভাতার(পূর্ব বর্ধমান),২১ ফেব্রুয়ারী : পানীয় জলের দাবিতে পথ অবরোধ করলেন পূর্ব বর্ধমান জেলার ভাতারের বামশোর গ্রামের বাসিন্দারা । সোমবার সকাল থেকে শতাধিক গ্রামবাসী গ্রামের সামনে বাদশাহী রোড অবরোধ করে রাখেন । খবর পেয়ে অবরোধস্থলে যায় ভাতার থানার পুলিশ । কিন্তু পুলিশ যেতেই ক্ষিপ্ত গ্রামবাসীরা ঘিরে ধরে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে । শেষ পর্যন্ত পুলিশ গ্রামে পানীয় জলের সমস্যা মেটাতে উদ্যোগী হওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় । অবরোধের জেরে বেশ কিছুক্ষণের জন্য সড়ক পথে যানচলাচল ব্যাহত হয় ।
স্থানীয় সুত্রে জানা গেছে,ভাতার ব্লকের বামশোর গ্রামের সিংহভাগ পরিবার মূলত জনস্বাস্থ্য কারিগরি বিভাগের জলপ্রকল্পের ট্যাপ ও কয়েকটি টিউবওয়েল থেকেই এতদিন পানীয় জল সংগ্রহ করতেন । কিন্তু মাসাধিক কাল ধরে ট্যাপগুলিতে জল আসা বন্ধ হয়ে গেছে । এদিকে এক এক করে অকেজো হয়ে গেছে টিউবওয়েলগুলিও । ফলে বিগত প্রায় ২০-২৫ দিন ধরে পানীয় জলের জন্য চরম সমস্যায় ভুগতে হচ্ছে গ্রামবাসীদের ।
স্থানীয় গ্রামবাসী আবদুল হাকিম,টগর শেখ, মোহন শেখদের অভিযোগ, ‘টিউবওয়েলগুলি মেরামতির জন্য বারবার পঞ্চায়েতে দরবার করেও কোনও সুরাহা হয়নি । পঞ্চায়েত প্রধান আবার আমাদের গ্রামেরই বাসিন্দা । অথচ গ্রামবাসীদের জলকষ্ট দেখেও তিনি নির্বিকার হয়ে বসে আছেন ।’
পাশাপাশি তাঁরা বলেন,’মাস দেড়েক আগে গ্রামের ছশোর বেশি বাড়িতে সংযোগ দেওয়াও হয়েছে । কিন্তু জল সরবরাহের জন্য পাম্পের ব্যবস্থাই করা হয়নি । ওই ট্যাপে জল আসে না । ফলে পানীয় জলের জন্য গ্রামে হাহাকার পড়ে গেছে । তাই বাধ্য হয়ে এদিন আমাদের পথ অবরোধ করতে হয়েছে ।’
অন্যদিকে গ্রামবাসীদের অভিযোগ প্রসঙ্গে ভাতার গ্রাম পঞ্চায়েতের প্রধান পরেশনাথ চক্রবর্তী বলেন, ‘ভাতার গ্রামে বহু পুরনো একটি জলপ্রকল্প রয়েছে । প্রায় পাঁচ দশক আগের ওই জলপ্রকল্পের সংস্কারের কাজ চলছে । যার ফলে বামশোর গ্রামে পানীয় জলের সাময়িক সমস্যা দেখা দিয়েছে । আশা করছি দ্রুত সমস্যা মিটে যাবে ।’।