এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৯মে : দীর্ঘ প্রায় ১০ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে বেশ কিছু গ্রামের যাতায়তের একমাত্র রাস্তাটি । রাস্তা সংস্কারের জন্য পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসনের কাছে বারবার আবেদন নিবেদন করেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ । শেষে সোমবার মালদার বামনগোলা ব্লকের পাকুয়াহাট পঞ্চায়েতের মির্জাপুর এলাকার সড়কপথ বাঁশের ব্যারিকেড করে অবরোধ করে রেখে তুমুল বিক্ষোভ দেখাল শতাধিক গ্রামবাসী ৷ অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় । খবর পেয়ে অবরোধ স্থলে ছুটে আসেন বামনগোলা থানার ওসি জয়দীপ চক্রবর্তী, বামনগোলার বিডিও রাজু কুন্ডু । শেষে তাঁদের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় ।
ওসি জয়দীপ চক্রবর্তী বলেন, ‘মির্জাপুরের রাস্তার অবস্থা সত্যিই খুব খারাপ । রাস্তায় কাদায় ভর্তি । কোন দিন টোটো, এমনকি পুলিশের গাড়িরও যাতায়ত বন্ধ হয়ে যাবে । আমরা কর্তৃপক্ষের সাথে এনিয়ে কথা বলেছি । বিডিও সাহেব প্রতিশ্রুতি দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু করা হবে । আশা করছি দিন সাতেকের মধ্যে রাস্তার কাজ হয়ে যাবে ।’
জানা গেছে,মির্জাপুর থেকে সোনঘাট পর্যন্ত প্রায় ১২ কিমি রাস্তা রয়েছে । আশপাশের তিনটি অঞ্চলের অন্তর্গত গ্রামগুলির বাসিন্দাদের যাতায়তের একমাত্র রাস্তা এটি । স্থানীয় গ্রামবাসী সৌভিক রায় বলেন, ‘দীর্ঘ প্রায় ১০ বছর ধরে রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে । বিশেষ করে কালীতলার মোড় থেকে শান্তিবাটি ক্লাব পর্যন্ত দেড় কিমি অংশ চলাচলের একেবারে অযোগ্য হয়ে গেছে । ফলে যাতায়ত করতে গিয়ে গ্রামবাসীদের চুড়ান্ত নাকাল হতে হয়ে । রাস্তা সংস্কারের জন্য বিডিও অফিস, স্থানীয় পাকুয়াহাট পঞ্চায়েতে বহুবার আবেদন করেছি । কিন্তু কোনো কাজ হয়নি । তাই এদিন বাধ্য হয়ে আমরা পথ অবরোধে সামিল হয়েছি ।’ তিনি বলেন, ‘প্রশাসন থেকে ৭ দিন সময় নেওয়া হয়েছে । এরপরেও যদি রাস্তা সংস্কার না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব ।’।