এইদিন ওয়েবডেস্ক,রোহতাস (বিহার),০৪ এপ্রিল : রামনবমীর মিছিলে পাথরবাজির পর থেকে সাম্প্রদায়িক হিংসায় উত্তপ্ত বিহারের সাসারাম । মূল ঘটনার পর কয়েকদিন কেটে গেলেও এখনো হিংসা থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না । এই পরিস্থিতিতে বিতর্কিত মন্তব্য করে বসলেন রাষ্ট্রীয় জনতা দলের(আরজেডি) বিধায়ক মহম্মদ নেহালুদ্দিন । তিনি মুসলিম যুবকদের সুরক্ষার জন্য তাদের বোমা বাঁধার পরামর্শ দিয়েছেন বলে মিডিয়া রিপোর্টে জানা গেছে । তার যুক্তি, সাম্প্রদায়িক হিংসার সময় যদি মুসলমানরা মারা যায় তাহলে বোমা বাঁধা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই । বিহারে ৪০ টি আসন জেতা এবং রাষ্ট্রপতি শাসন জারির লক্ষ্যেই এসব করা হচ্ছে বলে তিনি অভিযোগ তুলেছেন ।
প্রসঙ্গত,রামনবমীর শোভাযাত্রায় পাথরবাজির ঘটনা ঘটে পশ্চিমবঙ্গ, বিহার, গুজরাট,মহারাষ্ট্রসহ দেশের বিভিন্ন রাজ্যে । তারপর থেকেই ওই সমস্ত এলাকাগুলি সাম্প্রদায়িক হিংসায় উত্তপ্ত হয়ে ওঠে । তবে হিংসা ব্যাপক আকার ধারন করে বিহারের সাসারাম,গুজরাটের ভদোদরা এবং পশ্চিমবঙ্গের হাওড়া ও হুগলিতে । সাসারামে দুই সম্প্রদায়ের সংঘর্ষে আহত হয়েছেন বহু মানুষ । এরপর থেকে শহরের প্রতিটি মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও বেশ কয়েকটি পুলিশের দল গোটা এলাকায় টহলদারি চালাচ্ছে । এযাবৎ পুলিশ ১০৯ জনকে গ্রেফতার করেছে । তবু হিংসা বন্ধ হয়নি । আজও ফের উত্তপ্ত হয়ে ওঠে এলাকা । যে কারনে ডাকা হয় ডাকা হয় এসএসবি জওয়ানদের ।
এদিকে সাসারাম এবং বিহার শরীফে ৪ এপ্রিল পর্যন্ত ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়েছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে উভয় শহরে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে । সেই সঙ্গে সাসারামের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে । পুলিশ টিম জনগণকে গুজব থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে । বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার হিংসায় নিহত ব্যক্তির পরিবারকে পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন ।।