এইদিন ওয়েবডেস্ক,পাটনা,৩১ ডিসেম্বর : দেবী সরস্বতীকে ‘চরিত্রহীনা’ বলে ঘৃণা ছড়াল রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) বিধায়ক ফতেহ বাহাদুর কুশওয়াহা (Fateh Bahadur Kushwaha) । এর আগে দেবী দুর্গা এবং ভগবান শ্রী রাম সহ হিন্দু দেবদেবী সম্পর্কে নোংরা ভাষা প্রয়োগ করতে শোনা গিয়েছিল লালু প্রসাদ যাদবের দলের ওই বিধায়ককে । শনিবার ফতেহ বাহাদুর কুশওয়াহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,’আপনার বইয়ে লেখা আছে যে সরস্বতী ব্রহ্মার কন্যা এবং তিনি তার কন্যা সরস্বতীকে বিয়ে করেছিলেন। তাহলে আপনি কার পূজা করছেন? চরিত্রহীন দেবতাদের?’ পাশাপাশি স্কুল-কলেজ থেকে সরস্বতীর ছবি সরিয়ে সেখানে সাবিত্রীবাই ফুলের ছবি লাগিয়ে পুজো দেওয়ারও আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, ফতেহ বাহাদুর কুশওয়াহা হিন্দু দেবদেবীর বিরুদ্ধে এই প্রথম কোনো নোংরা মন্তব্য করলেন না । এর আগে মা দুর্গাকে কাল্পনিক চরিত্র আখ্যা দিয়ে তিনি বলেছিলেন, ভারতে যখন ব্রিটিশরা রাজত্ব করছিল এবং লাখ লাখ ভারতীয়কে হত্যা করা হচ্ছিল তখন মা দুর্গা কোথায় ছিলেন।
এছাড়াও, কুশওয়াহা ভগবান শ্রী রামকে দলগত চরিত্র বলে ব্যাখ্যা করে বলেছিলেন,’লালু যাদবের চেয়ে বড় কোন দেবতা নেই। ভগবান রাম এবং তাঁর সমস্ত চরিত্র কাল্পনিক। লালু যাদবজিই সত্য রামায়ণ। ১৯৭৬ সালে সুপ্রিম কোর্টও বলেছিল যে রামায়ণ এবং এর সমস্ত চরিত্র কাল্পনিক। তা মেনে নিতে সমস্যা কী? সুপ্রিম কোর্টও মেনে নিয়েছে । তিনি আরও বলেন, ‘যেসব ব্রাহ্মণ পূজার আয়োজন করে তারা ভন্ড এবং কুসংস্কার ছড়ায়।।