এইদিন ওয়েবডেস্ক,উজ্জয়িনী,১৭ ডিসেম্বর : মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলার খাচরোড এলাকায় মাত্র ৯ বছর বয়সী এক মেয়ের সাথে রিয়াজ খান নামে এক নরপশুর নৃশংসতার ঘটনা সামনে এসেছে । প্রতিবেশী রিয়াজ খান ওই শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা করে । মেয়েটি চিৎকার করলে সে তাকে একটি বস্তায় ভরে লাঠি দিয়ে নির্মমভাবে পিটিয়ে খুন করে । সোমবার (১৫ ডিসেম্বর, ২০২৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়েটি মারা যায়। পুলিশ অভিযুক্ত রিয়াজ খানকে গ্রেপ্তার করেছে । সে তার অপরাধ কবুল করেছে।
রিপোর্ট অনুসারে, মেয়েটি তার ঠাকুমার বাড়ি এসেছিল । রবিবার (১৪ ডিসেম্বর, ২০২৫) মেয়েটি বাড়ির বাইরে খেলছিল, তখন প্রতিবেশী রিয়াজ খান তাকে একা দেখে তুলে নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি চিৎকার শুরু করলে সে তাকে একটি বস্তায় ভরে লাঠি দিয়ে প্রচণ্ড মারধর করে। এরপর সে ছাদ থেকে পড়ে যাওয়ার গল্প বানায় এবং তাকে রতলামের হাসপাতালে নিয়ে যায়।
কিন্তু চিকিৎসকরা সন্দেহ করেন যে আঘাতগুলি উঁচু থেকে পড়ে যাওয়ার কারণে হয়নি, যার ফলে পুলিশ তদন্ত শুরু করে। এফএসএল টিম এবং ডগ স্কোয়াডের সাহায্যে পুলিশ অভিযুক্ত রিয়াজকে জিজ্ঞাসাবাদ করে৷ পুলিশের জেরায় সে পুরো ঘটনা স্বীকার করে । পুলিশ আরও আইনি ব্যবস্থা নিচ্ছে।।

