এইদিন ওয়েবডেস্ক,ডিব্রুগড়,১৩ জুলাই : অরুণাচল প্রদেশের রোয়িং-এ এক মর্মান্তিক ঘটনায়, মাউন্ট কারমেল স্কুলে ৫ থেকে ৮ বছর বয়সী একাধিক মেয়েদের যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এক অভিবাসী শ্রমিককে শুক্রবার (১১ জুলাই) বিকেলে উত্তেজিত জনতা পিটিয়ে হত্যা করে । আসামের বরপেটা জেলার বাসিন্দা ২০ বছর বয়সী অভিযুক্ত রিয়াজ-উল কুড়িম(Riaz-Ul Kurim) নামে ওই শ্রমিককে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু পুলিশের হস্তক্ষেপ সত্ত্বেও তাকে থানা থেকে টেনে নিয়ে গিয়ে গনধোলাই দেয় । পরে জনতা আবারও হাসপাতালে তার উপর হামলা চালায়, যার ফলে তার মৃত্যু হয়। জেলা প্রশাসন স্কুলটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে, অভিভাবকদের শিক্ষার্থীদের অন্যত্র স্থানান্তরের আহ্বান জানিয়েছে। জানা গেছে,রোইং জেলার নিম্ন দিবাং উপত্যকায় নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করত ওই যুবক । মাউন্ট কারমেল স্কুলের ৫ থেকে ৭ বছর বয়সী কমপক্ষে সাতজন মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত সে । মেয়েরা স্কুলের হোস্টেলে থাকত। নিরাপত্তার শিথিলতার সুযোগ নিয়ে অভিযুক্ত রিয়াজ-উল মাঝরাতে হোস্টেলে ঢুকে মেয়েদের উপর যৌন নির্যাতন চালাত ।
শুক্রবার অরুণাচল প্রদেশের রোইং-এ গণপিটুনির ঘটনার পর কারফিউ জারি করা হয়েছে, যা পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলেছে। লোয়ার দিবাং ভ্যালির পুলিশ সুপার (এসপি) রিঙ্গু এনগুপোক জানিয়েছেন যে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকলেও নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, রোয়িং শহরে চার কোম্পানি অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।আইজিপি পি. এন. খিরমে বর্তমানে রোইংয়ে শান্তিশৃঙ্খলা খতিয়ে দেখেছেন এবং অরুণাচল প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মামা নাটুং প্রশাসনিক ও পুলিশ কর্মকর্তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন।
সূত্রের খবর, ওই যুবকের বিরুদ্ধে রোয়িংয়ের মাউন্ট কারমেল স্কুলের ছয় থেকে আট বছর বয়সী বেশ কয়েকটি নাবালিকা মেয়েকে বারবার ধর্ষণ করার অভিযোগ আনা হয়েছিল। অভিযুক্ত স্কুল হোস্টেলের শিথিল নিরাপত্তার সুযোগ নিয়ে সন্ধ্যার দিকে প্রবেশ করে মেয়েদের শ্লীলতাহানি ও ধর্ষণ করে । পেটে ব্যথা এবং অন্যান্য সমস্যার অভিযোগ করার পর বাবা-মা তাদের মেয়েদের হাসপাতালে নিয়ে গেলে ভয়াবহ ঘটনাগুলি প্রকাশ পায়। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করলে জনতা থানায় হামলা চালিয়ে অভিযুক্তকে টেনেহিঁচড়ে বের করার পর তাকে পিটিয়ে হত্যা করে।
এসপি এনগুপোক নিশ্চিত করেছেন,’পসকো আইনের অধীনে রোয়িং থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে । স্কুল কর্তৃপক্ষও তদন্তের আওতায় আসবে।’।