আমিরুল ইসলাম, মঙ্গলকোট, ১৭ নভেম্বর : পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের পালিশগ্রামে ‘নিবেদন জনকল্যাণ সমিতি’র উদ্যোগে শ্মশানকালী পুজোয় বিসর্জন উপলক্ষ্যে মঙ্গলবার মচ্ছবের আয়োজন করা হয়।এই মচ্ছবের অনুষ্ঠানে প্রসাদ খাওয়ানো হল প্রায় ৫ হাজার গ্রামবাসীদের।পালিশগ্রাম ছাড়াও আশপাশের গ্রামের মানুষজন মচ্ছবে ভিড় করেন।
পালিশগ্রামে ২০ বছর ধরে ধুমধাম সহকারে শ্মশানকালী পুজো হয়ে আসছে।প্রতিবছর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। তবে এবছর করোনা ইবহের জন্য সেসব অনুষ্ঠানে কাটছাঁট করা হয়েছে। তার পরিবর্তে এদিন আপামর গ্রামবাসীদের নিয়ে মচ্ছবের ব্যবস্থা করে পুজোকমিটি। পুজোর প্রসাদ বসে খান কয়েক হাজার মানুষ। আবার বাড়ি বাড়ি ভোগ পৌছে দেওয়া হয়। অনুষ্ঠানে দিনভর উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের বনভূমি কর্মদক্ষ শ্যামা প্রসন্ন লোহার ও শিমুলিয়া ২ গ্রাম পঞ্চায়েতের সদস্য আশা লতা লোহার ও ক্লাবের কর্মকর্তারা।