এইদিন ওয়েবডেস্ক,লন্ডন,২৫ অক্টোবর : ঋষি সুনাককে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদে নিযুক্ত করলেন রাজা তৃতীয় চার্লস । সোমবার ব্রিটিশ কনজার্ভেটিভ পার্টির প্রধান নির্বাচিত হন সুনাক । মঙ্গলবার তিনি রাজার সঙ্গে দেখা করেন । তাঁদের দু’জনের মধ্যে প্রায় ৪০ মিনিট বৈঠক হয় । অন্যদিকে এদিন সকালে বিদায়ী প্রধানমন্ত্রী লিজ ট্রাস তাঁর মেয়াদের শেষ মন্ত্রিসভার বৈঠক করেন এবং তারপর রাজার কাছে পদত্যাগপত্র জমা দেন ।
জুলাই মাসে বরিস জনসনের পদত্যাগের পর লিজ ট্রাসকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে ব্রিটিশ সাংসদরা । কিন্তু তাঁর কার্যকাল বেশি দিন স্থায়ী হয়নি । দেশের বেহাল অর্থনীতির কারনে তীব্র সমালোচনার মুখে পড়ে মাত্র ৪৯ দিনের মাথায় তাঁকেও পদত্যাগ করতে বাধ্য হতে হয় । এরপর ভারতীয় বংশভূত ঋষি সুনাকের উপর আস্থা রাখে ব্রিটিশ পার্লামেন্ট । এদিন রাজার কাছ থেকে নিয়োগ পাওয়ার পর সুনাক বলেন,’আমি পরবর্তী প্রজন্মের কাঁধে ঋণের বোঝা চাপিয়ে সরে যাবো না । আমি আমার কাজের মাধ্যমে দেশকে ঐক্যবদ্ধ করব – এই সরকার সততা বজায় রাখবে । আপনারা যখন আমার উপর বিশ্বাস রেখেছেন তখন আমি আপনাদের বিশ্বাসের মর্যাদা দেবো । আমরা সরকারের প্রতিটি স্তরে পেশাগতভাবে এবং দায়িত্বশীলভাবে কাজ করবো।’।