এইদিন ওয়েবডেস্ক,জেনেভা,১৭ মার্চ : বিরল সম্মান অর্জন করতে চলেছে প্রখ্যাত কন্নর ছবি ‘কান্তারা’ (Kantara) । আজ শুক্রবার এই ছবিটি প্রদর্শিত হতে চলেছে সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের সদর দফতরে । ছবিট পরিচালনা করেছেন ঋষভ শেঠি । জাতিসংঘের গ্লোবাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে যে ছবিটি বিভিন্ন দেশের প্রতিনিধিরা দেখবেন এবং নায়ক ঋষভ শেঠি এই অনুষ্ঠানে বিশেষ বক্তৃতা দেবেন । ‘কান্তারা’ ছবির টিম জানিয়েছে, ঋষভ শেঠি জাতিসংঘের মঞ্চে ভারতীয় সিনেমার আন্তর্জাতিকরণ, পরিবেশগত পরিবর্তন এবং সংরক্ষণ ইস্যু নিয়ে কথা বলবেন।
হোম্বালে ফিল্মসের ব্যানারে নির্মিত ‘কান্তারা’ ছবিটি প্রযোজনা করেছেন বিজয় কিরাঙ্গাদুর । গত বছর কন্নড় ভাষায় মুক্তি পাওয়া এই ছবিটি বিভিন্ন ভারতীয় ভাষায় অনূদিত হয়েছিল এবং প্যান-ইন্ডিয়া পর্যায়ে ব্যাপক সাফল্য লাভ করে । ‘কান্তারা’ হল একটি ভক্তিমূলক অ্যাকশন থ্রিলার । ভুটাকোলা দেবতার পূজা এবং দক্ষিণ কন্নড় থেকে বনের শিশুদের অস্তিত্বের সংগ্রামের পটভূমিতে তৈরি হয়েছে এই ছবিটি । আজ এই ছবিটি জাতিসংঘের সদর দফতরে প্রদর্শিত হতে চলায় ভারতীয় সিনেমার জন্য একটি বড় সম্মান বলে মনে করছেন চলচ্চিত্রের কলাকুশলীরা ।।