এইদিন ওয়েবডেস্ক,মহারাষ্ট্র,৩০ সেপ্টেম্বর : মহারাষ্ট্রের অহল্যানগরের রাস্তায় “আই লাভ মোহাম্মদ” লেখাকে ঘিরে ব্যাপক দাঙ্গা বাধায় একদল মুসলিম জনতা । প্রথমে তারা পুনে-ছত্রপতি শিবাজি মহারাজ মহাসড়ক অবরোধ করে। অবরোধ তুলে দিতে পুলিশ পৌঁছালে ব্যাপক ইঁটপাটকেল ছুড়তে শুরু করে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় । ঘটনাস্থল থেকে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে ।
জানা গেছে,সোমবার (২৯ সেপ্টেম্বর, ২০২৫) সকালে অহল্যানগরের কোটলা গ্রামে রাস্তায় “আই লাভ মহম্মদ” লেখা (রঙ্গোলি) হয়েছিল । হিন্দু সংগঠন “হিন্দুস্তান শিব প্রতিষ্ঠান” একই রাস্তায় একটি দুর্গা মাতা রানের আয়োজন করে। এদিকে ওই রঙ্গোলি সম্পর্কে তথ্য পেয়ে, মুসলিমদের একটা দল সেখানে জড়ো হয় এবং দ্রুত হিংস্র হয়ে ওঠে। মুসলিম জনতা থানা ঘেরাও করে প্রতিবাদ করে। এরপর তারা “আই লাভ মোহাম্মদ” রঙ্গোলি তৈরির জন্য দুই ব্যক্তির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। পুলিশ এফআইআর দায়ের করে ব্যবস্থা নেয় এবং একজনকে গ্রেপ্তার করে।
কিন্তু গ্রেপ্তারের পরেও, মুসলিম জনতা শান্ত হয়নি। তোফখানা থানা এলাকার অন্তর্গত কোটলায় “আই লাভ মোহাম্মদ” রঙ্গোলি তৈরির বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে এক উত্তেজিত জনতা। পুলিশ ক্ষুব্ধ জনতাকে শান্ত করতে এলে তাদের উপর পাথর ছোঁড়া হয়। পুলিশ হালকা লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে ৩০ জনকে আটক করে।।