এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৫ ফেব্রুয়ারী : ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় এবং বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথোপকথন প্রকাশ্যে এনে শাস্তির মুখে পড়তে চলেছেন ঋদ্ধিমান সাহা । শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে বাদ পড়ার পর তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছিলে, ‘আমি এই বছর রঞ্জি ট্রফিতে অংশ নিচ্ছি না কারণ আমাকে বলা হয়েছে যে আমার নাম টিম ইন্ডিয়ার জন্য আর বিবেচনা করা হবে না। এছাড়াও, কোচ দ্রাবিড় আমাকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছিলেন ।’ সেই সঙ্গে তিনি জানিয়েছিলেন, সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁকে আশ্বাস দিয়েছিলেন যে টিম ইন্ডিয়াতে তাঁর জায়গা নিয়ে চিন্তা করতে হবে না । কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে ব্যাথার ওষুধ খেয়ে তিনি যখন অপরাজিত ৬১ রান করার পর সৌরভ তাঁকে একটি মেসেজ পাঠিয়ে অভিনন্দন জানিয়েছিলেন বলে দাবি করেন ঋদ্ধিমান ।
আর দ্রাবিড় ও গাঙ্গুলীর সঙ্গে কথোপকথন প্রকাশ্যে আনার ফলে ঋদ্ধিমান সাহার বিরুদ্ধে বোর্ডের প্রটোকল লঙ্ঘনের অভিযোগ উঠছে । বার্ষিক কেন্দ্রীয় চুক্তিতে ঋদ্ধিমান রয়েছেন বি গ্রুপে। চুক্তির ৬.৩ বিধি অনুসারে, কোনও খেলোয়াড় ক্রীড়া কর্মকর্তা, খেলার ইভেন্ট, প্রযুক্তির ব্যবহার, দল বাছাই প্রক্রিয়া বা খেলার সাথে সম্পর্কিত অন্য কোনও বিষয়ে কোনও মন্তব্য করতে পারবেন না । আর তা লঙ্ঘন করে ফেঁসে গেছেন ঋদ্ধিমান ।
এই বিষয়ে বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল বলেন, ‘ঋদ্ধিমান একজন চুক্তিবদ্ধ ক্রিকেটার হয়ে নির্বাচনের বিষয়ে কথা বলেছেন । তাই সম্ভাবনা আছে বিসিসিআই ঋদ্ধিমানের কাছে এনিয়ে জানতে চাইতে পারে । বোর্ড সম্ভবত জানতে চাইবে কেন তিনি কোচ রাহুল দ্রাবিড়ের সাথে বন্ধ ঘরের মধ্যে কথোপকথন প্রকাশ করেছেন । তবে এই বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি । সবাই ব্যস্ত, তবে কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত হবে ।’ পাশাপাশি সৌরভকে নিয়ে মন্তব্যের বিষয়ে তিনি জানিয়েছেন, বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী সাহাকে অনুপ্রাণিত করতে চেয়েছিলেন ।।