এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৩ সেপ্টেম্বর : আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুনী চিকিৎসকের ধর্ষণ বা গনধর্ষণের পর হত্যাকাণ্ডের ন্যায়বিচার এখনো অথৈ জলে ! এই নৃশংস বর্বরোচিত ঘটনায় শুধু ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাইই যুক্ত নয় এবং আরও অনেকে যুক্ত ছিল বলে সন্দেহ প্রকাশ করেছেন খোদ নিহত তরুনীর বাবা-মা । যদিও হত্যাকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি সিবিআই । পরন্তু আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে তরুনী চিকিৎসকের হত্যাকাণ্ডে যার ভূমিকা সবচেয়ে বেশি বলে অভিযোগের আঙুল উঠছে, সেই সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে । একই মামলায় গ্রেফতার হয়েছে তার দুই সাগরেদও । কিন্তু যেকারণে কলকাতা পুলিশের কাছ থেকে মামলা কেড়ে নিয়ে সিবিআইয়ের হাতে তুলে দিয়েছিল কলকাতা হাইকোর্ট, সেই তরুনী চিকিৎসকের ধর্ষণ হত্যাকাণ্ড মামলার কি হল ? আদপেই কি কোনো ক্লু পেয়েছে সিবিআই ? যদি পেয়ে থাকে তাহলে ৩ সপ্তাহের অধিক সময় মামলা হাতে নেওয়ার পর এখনো পর্যন্ত কাউকে কেন গ্রেফতার করতে পারল না সিবিআই ? আরজি করের ‘তিলোত্তমা’র পরিবার কি আদপেই ন্যায়বিচার পাবেন ? শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় ‘রাঘববোয়াল’দের আড়াল করার অভিযোগের মতই ‘তিলোত্তমা’র ধর্ষণ-খুনে অভিযুক্ত ‘প্রভালশালীদের’ বাঁচাতে সিবিআইকে কি ফের ‘সেটিং’ করে ফেলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস ? এইসব বিস্তর প্রশ্ন উঠছে । যদিও এসব প্রশ্নের উত্তর সিবিআইয়ের কাছে । আগামী ৫ সেপ্টেম্বর এইসব প্রশ্নের কিছুটা হলেও উত্তর মিলবে । কারন ওইদিন সুপ্রিম কোর্টে ‘তিলোত্তমা’র ধর্ষণ খুন মামলার তদন্ত প্রক্রিয়ার স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সিবিআই । তবে আদালতের নজরদারিতে মামলার তদন্ত চলায় সকলেই ‘তিলোত্তমা’র ন্যায়বিচার পাওয়ার বিষয়ে আশাবাদী ।
এদিকে আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেফতার হলেও সঙ্গত কারনে আন্দোলন এখনও স্তিমিত হচ্ছে না । কারন আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপের গ্রেফতারিতে শাসকদল খুশি হলেও একদম খুশি নন আন্দোলনকারীরা । তাই সুবিচারের আশায় ৪ সেপ্টেম্বর মৌন মিছিলের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা । আরজি করে সেদিন রাত জাগবেন তারা । চিকিৎসকদের সঙ্গে রাত জাগবেন নিহত ‘তিলোত্তমা’র মাও । তিনি জানিয়েছেন যে ওই দিন তিনি চিকিৎসকদের পাশে গিয়ে দাঁড়াবেন । আগামী ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চ কি বলেন সেদিকে তাকিয়ে রয়েছেন নিহত তরুনীর বাবা-মা ও চিকিৎসক মহল । তার মাঝেই আন্দোলন আরও জোরাল করার আহ্বান জানিয়েছেন নিহত তরুনীর মা ।।