এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৯ সেপ্টেম্বর : আরজি করের তরুনী চিকিৎসক ‘তিলোত্তমা’কে ধর্ষণ-খুনের ঘটনায় যার প্রতি সাধারণ মানুষের সবচেয়ে বেশি রোষ কাজ করছে সেই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবারে কড়া পদক্ষেপ নিল ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল । আজ বৃহস্পতিবার কাউন্সিল একটি বিজ্ঞপ্তি জারি করে সন্দীপ ঘোষের ডাক্তারি রেজিস্ট্রেশন বাতিল করার কথা ঘোষণা করেছে । প্রথমে দুর্নীতি মামলায় এবং ‘তিলোত্তমা’র ধর্ষণ-খুনের ঘটনায় সিবিআই তাকে গ্রেফতার করে । বর্তমানে সিবিআইয়ের হেফাজতেই রয়েছে সন্দীপ । তারই মাঝে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের এই পদক্ষেপে তাকে আরও বিপাকে পড়তে হল ।
এর আগে গত শুক্রবার সন্দীপ ঘোষকে শোকজ করেছিল মেডিক্যাল কাউন্সিল । বলা হয়েছিল যে নোটিস ইস্যু করার তিন দিনের মধ্যে জবাব না দিলে অথবা জবাব সন্তোষজনক না হলে তার রেজিস্ট্রেশন বাতিল করা হবে । যদিও কোনো কাউন্সিলের শোকজের কোনো উত্তরই দেয়নি সন্দীপ । ফলে বিষয়টি নিয়ে বুধবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলে একটি জরুরি বৈঠক হয়। সন্দীপের ডাক্তারি রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্তে অধিকাংশ সদস্য অনুমোদন দেন । আজ একটি বিজ্ঞপ্তি জারি করে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিলের কথা ঘোষণা করা হয়েছে ।
পাশাপাশি ‘তিলোত্তমা’কে ধর্ষণ-খুন মামলায় এবারে একজন টিএমসিপি (TMCP) নেতার দিকে নজর পড়েছে সিবিআইয়ের । আশিস পাণ্ডে নামে ওই হাউজস্টাফ তথা আরজি করের টিএমসিপি ইউনিটের সভাপতি আশিস পাণ্ডের গত ৯-১০ আগস্ট সন্দেহজনক গতিবিধির রহস্যভেদ করতে উঠেপড়ে লেগেছে কেন্দ্রীয় তদন্তকারী দল । কারন ওই দিন গভীর রাতেই ‘তিলোত্তমা’র উপর নৃশংস বর্বরোচিত ভাবে ধর্ষণ বা গনধর্ষণের পর খুন করা হয় । আর , ৯ অগাস্ট রাতে সল্টলেকের একটি গেস্ট হাউসে ছিল আশিস পাণ্ডে । ঠিক তার পরের দিন ১০ তারিখে আশিস পাণ্ডে ঘর ছেড়ে দেয় । তার গতিবিধির হদিস করতে সল্টলেকের ওই হোটেলের কর্মীকে তলব করা হয়েছে । পাশাপাশি চাওয়া হয়েছে ওই হোটেলের রেজিস্ট্রার ও সিসিটিভি ফুটেজ।
প্রসঙ্গত, আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় সুপ্রিম কোর্টে (Supreme court) স্বতঃপ্রণোদিত মামলার শুনানি আগামী ২৭ সেপ্টেম্বর। এর আগের শুনানিতে সিবিআইয়ের স্ট্যাটাস রিপোর্ট দেখে চমকে যায় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ । ফের ওই ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখবে শীর্ষ আদালত। তার মাঝেই সিবিআই র্যাডারে আরজি করের তৃণমূল নেতার নাম উঠে আসায় অস্বস্তি বাড়িয়ে দিয়েছে রাজ্যের শাসকদলকে ।।