এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৭ সেপ্টেম্বর : আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুনী চিকিৎসক ‘তিলোত্তমা’র ধর্ষণ বা গনধর্ষণের পর নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডের অগ্রগতি জানিয়ে ফের স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই।সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ ওই রিপোর্ট পড়ে ‘খুবই উদ্বেগের’ বলে মন্তব্য করলেন প্রধান বিচারপতি । পাশাপাশি তাঁরা বিচলিত হয়েও পড়েন বলে মন্তব্য করেন প্রধান বিচারপতিদের বেঞ্চ ।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ আদালতে রিপোর্ট পেশ করে সিবিআই । প্রধান বিচারপতি বলেন, ‘সিবিআই রিপোর্টে যা লিখেছে তা দেখে আমরা বিচলিত।’ অন্যদিকে, জুনিয়র ডাক্তারদের সংগঠন ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের’ আইনজীবী ইন্দিরা জয়সিং বলেন, ‘যারা অপরাধস্থলে ছিল তাদের নাম মুখবন্ধ খামে জমা দিতে পারি। খোলা আদালতে এসব বলব না।’
এদিন সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি শুরু হওয়ার পরেই রাজ্যের আইনজীবী কপিল সিবাল প্রধান বিচারপতির বেঞ্চে শুনানির সরাসরি সম্প্রচার বা লাইভ স্ট্রিমিং বন্ধের আর্জি জানান। নিজের আর্জির ব্যাখ্যায় তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় এই মামলার সঙ্গে যুক্ত মহিলা আইনজীবীদের হুমকি দেওয়া হচ্ছে। ধর্ষণ এবং অ্যাসিড ছোড়ার হুমকি দেওয়া হচ্ছে।’ যদিও রাজ্যের আর্জি খারিজ করে দেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। তিনি বলেন, ‘আমরা সরাসরি সম্প্রচার বন্ধ করতে বলতে পারব না। এটা জনস্বার্থ মামলা।’
আরজি কর-কাণ্ডের তদন্ত প্রক্রিয়া এখন ‘খুবই গুরুত্বপূর্ণ জায়গায়’ রয়েছে বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি। সিবিআই-এর রিপোর্ট পড়ার পর প্রধান বিচারপতির বিশেষ পর্যবেক্ষণ হল,’সিবিআইয়ের তদন্ত ঘুমিয়ে যায়নি। তারা তদন্ত করছে। তদন্ত খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। তবে তদন্ত শেষ করার এখনও সময় আছে। আমাদের সিবিআইকে যথেষ্ট সময় দিতে হবে।’ সিবিআইকে আগামী ২৪ সেপ্টেম্বর পরবর্তী ‘স্টেটাস রিপোর্ট’ জমা দিতে বলেছে সুপ্রিম কোর্ট।।