এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৭ আগস্ট : কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুনী চিকিৎসকের গনধর্ষণ-খুনের ঘটনা কিছুতেই মেনে নিতে পারছে না দেশের মানুষ । ন্যায় বিচারের দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়েছে বিদেশেও । মার্কিন যুক্তরাষ্ট্রের টাইমস স্কোয়ারেও এই ঘটনার প্রতিবাদে একদল মানুষ পথে নেমেছে । মুকাররম হুসেন নামে এক ব্যবহারকারী একটি ছবিসহ টুইট করেছেন, ‘আরজি কর মেডিক্যাল কলেজের দিকে নজর রয়েছে বিশ্বের ! এই ছবিটি মার্কিন যুক্তরাষ্ট্রের টাইমস স্কোয়ারের যেখানে মহিলা ডাক্তারের সাথে ঘটে যাওয়া জঘন্য অপরাধের বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করছে ।’
এদিকে আরজি কর হাসপাতালের তরুনী চিকিৎসকের গনধর্ষণ-খুনের ঘটনার ন্যায়বিচারের দাবিতে অভিনব পদক্ষেপ নিয়েছে কলকাতার বেশ কয়েকটি পুজো কমিটি । দুর্গাপুজোর আয়োজন করতে রাজ্য সরকারের তরফ থেকে যে ৮৫ হাজার টাকার অনুদান দেওয়া হয়েছে তা তারা প্রত্যাখান করেছেন । সামাজিক যোগাযোগ মাধ্যমে এনিয়ে প্রচারও শুরু করেছেন তারা । জানা গেছে,এই সিদ্ধান্তের কথা প্রথম জানিয়েছে উত্তরপাড়ার শক্তি সংঘ ক্লাব। তাঁদের বার্তা,’মেয়ের বিচার দিন, মায়ের পুজো নিজেরা বুঝে নেবো।’ তাদের দেখাদেখি সে পথে হাঁটছে আরও অনেক পূজো কমিটি । দমদম মল রোডের সারদা কমপ্লেক্স পূজো কমিটিও একই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে বলে জানা গেছে । পূজো কমিটিগুলির এই উদ্যোগ প্রশংসিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । উত্তরপাড়ার বাসিন্দা শিলাদিত্য রায় ফেসবুকে প্রতিক্রিয়ায় লিখেছেন, ‘অপরাধের টাকা ফিরিয়ে দিয়ে দেবীর “বোধনে”-র সূচনা করলো উত্তরপাড়ার শক্তিসংঘ! “দেবী” বিগ্ৰহে অবস্থান করেন না — দেবীর চিরায়ত আবহমান অবস্হান সুবুদ্ধিসম্পন্ন মানবের অন্তরে । আপামর বঙ্গবাসীর অন্তরে অন্তরে তাই আজ শঙ্খধ্বনি … পাপের ভারা পূর্ণ আজ…সকল আত্মার গভীরে আজ শুরু দেবীপক্ষের যুদ্ধনিনাদ …!’ আন্তরিক কুর্নিশ জানাই …ক্লাব কর্তৃপক্ষকে ৷’
এদিকে দুর্গাপূজা কমিটির এই প্রকার অবস্থানে বেজায় অস্বস্তিতে পড়ে গেছে শাসকদল তৃণমূল কংগ্রেস । তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh) তার প্রতিক্রিয়ায় বলেছেন,’পুজো একটা অর্থনীতি। সেই অর্থনীতিকে সচল রাখতেই মুখ্যমন্ত্রীর ওই অনুদান ঘোষণা। যদি আপনারা তা প্রত্যাখ্যান করেন, তাহলে নিজেদের পকেটের টাকা দিয়ে পুজোর সঙ্গে জড়িত সকলকে সাহায্য করবেন।’।