নাম ও ধর্ম পরিচয় গোপন করে হিন্দু মেয়েদের প্রেমের জালে ফাঁসিয়ে ধর্মান্তরিত করার অভিযোগ উঠে আসে। যাকে হিন্দুত্ববাদীরা সাধারণত “লাভ জিহাদ” বলে আখ্যা দিয়ে থাকে । কিন্তু বাংলাদেশ থেকে এমন একটা খবর আসছে যা অদ্যাবধি শোনা যায়নি । নাটোরের এক মুসলিম গৃহবধূকে প্রেমের জালে ফাঁসিয়ে ৩ বছর সংসার করে ছেড়ে পালানোর অভিযোগ উঠল সিরাজগঞ্জের এক হিন্দু যুবকের বিরুদ্ধে ৷ ঘটনাটি মহসিনা রহমান (Mahsina Rahman) নামে একজন ফেসবুক ব্যবহারকারী প্রকাশ্যে এনেছেন ।
দিন দুয়েক আগে ঢাকার বাসিন্দা ওই ফেসবুক ব্যবহারকারী নিজের পেজে লিখেছেন,মহিলার নাম বিউটি খাতুন । “আরিফ” নামে একজনের সঙ্গে ফেসবুকে তার পরিচয় হয় । বন্ধুত্ব থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে । বিউটি খাতুন ক্রমে তার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন । ‘আরিফ’ বিয়ের প্রতিশ্রুতি দিলে স্বামীকে তালাক দিয়ে প্রেমিকের সঙ্গে থাকতে শুরু করেন বিউটি । বিগত ৩ বছর ধরে প্রেমিকের সাথে সংসারও করেন ওই মহিলা । কিন্তু দাবি করা হচ্ছে যে এত বছর সংসার করার পরেই নাকি বিউটি খাতুন জানতে পারে যে তার লিভ ইন পার্টনারের নাম অমিত দাস । তার বাড়ি রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের খোকশাহ হাট গ্রামে । আর হিন্দু পরিচয় ফাঁস হয়ে গেলে নাকি অমিতের রাতারাতি পালিয়ে যায় বলে দাবি করা হচ্ছে ।
ওই ফেসবুক ব্যবহারকারী জানিয়েছেন,প্রেমিক পালিয়ে যাওয়ার পর বিউটি খাতুন খোকশাহ হাট গ্রামে গিয়ে তার পরিবারের কাছে বিয়ের দাবি জানান । কিন্তু অমিতের পরিবার বিউটি খাতুনকে বউ হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানায় ! ওই প্রতারিত মহিলা ন্যায্য বিচারের দাবি জানিয়েছেন ।।

