ফিরছি মা কফিনে,পতাকায় মুড়ে,
কান্নার আসর বসে, গোটা দেশ জুড়ে।
বুলেট করেনি ক্ষমা, শহীদ হলাম শেষে,
তোমার ছোট্ট খোকা এখন ঘুমের দেশে।
যুদ্ধে এগিয়ে গেছি,ভয়কে করে কাবু,
সাজিয়ে রেখেছিলো শত্রুরা মৃত্যুর তাবু।
বোন খুশিতে থাকুক, রাখী থাকুক জমা,
এই নিঠুর মৃত্যু,করলো না যে ক্ষমা।
আমার সন্তান তার গর্ভে,সেনা বানিও,
প্রিয় মানুষটাকে আমার ভালোবাসা জানিও।
চিতার আগুন জ্বলবে,বাবা ঠিক থেকো,
আবার ফিরে আসবো,তুমি দেখো।
গর্ব করে বুকে টেনে,একটু আদর দিও,
শেষের দেখায় মা,তুমি প্রণাম নিও।