নিজস্ব প্রতিনিধি,কালনা,২৯ জানুয়ারী : দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে উপপ্রধানের পদ থেকে পদত্যাগ করলেন কালনা-২ ব্লকের তৃণমূল নেতা বনমালী মন্ডল ।বড়ধামাস পঞ্চায়েতের উপপ্রধান বনমালীবাবু পদত্যাগের পরেই বৃহস্পতিবার দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন।এরপর তিনি বিজেপি দলে যোগ দিচ্ছেন কিনা সেই বিষয়ে তার নিজের অবস্থান স্পষ্ট করেননি। তবে তাঁর বিজেপিতে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে সুত্রের খবর ।
কিছুদিন আগেই কালনার তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ কুন্ডু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন।যদিও তারপর থেকেই বিজেপিতে বিভিন্ন দলের কর্মী সমর্থকদের বিজেপিতে যোগদান অব্যাহত রয়েছে।এইদিন কালনার তৃণমূলের উপপ্রধান বনমালী মন্ডল কালনা ২ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে পদত্যাগপত্র জমা দেওয়ায় বিজেপিতে যোগদানের জল্পনা আরো বাড়িয়ে দিলো। এই বিষয়ে বনমালী মন্ডল বলেন,‘আমাদের ব্লক নেতৃত্ব আমাকে এমন একটা চোখে দেখেছিল গত ২০১৯ সালের ৯ ই আগষ্ট।যেটা আমি মনে করেছিলাম আমাকে সন্ত্রাসবাদী ও খুনী হিসাবে চিহ্নিতকরণ করার চেষ্টা করা হয়।এটা আমি মানতে পারিনি।তারপরদিন থেকেই সভাপতি ও দলের কোনো প্রোগ্রামেই আমি থাকিনি।অনেক জায়গায় তা জানিয়ে ছিলাম।আলাপ-আলোচনার মাধ্যমে তা সমাধানের চেষ্টাও কেউ করেননি।আমাকে ডাকেওনি।’ পন্চায়েতের প্রধানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে সরাসরি কিছু না বললেও প্রধানকে নিয়েই অনেকে যে আখের গুছিয়ে নিচ্ছে সে বিষয়ে তিনি সরব হোন।এই বিষয়ে বনমালীবাবু বলেন,‘প্রধানকে ভাঙিয়ে এখানে অনেকজনা খাওয়ার চেষ্টা করছে।’আরো একধাপ এগিয়ে পরিচালন কমিটি ও তৃণমূলের অন্যান্য সদস্যদের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিয়ে তিনি সাংবাদিকদের বলেন,‘গ্রামে গিয়ে খোঁজখবর নিয়ে দেখুন না।নিজের গ্রামে যারা জিততে পারে না তারাই পন্চায়েতে গিয়ে হস্তক্ষেপ করছে।আমি উপপ্রধান ও পন্চায়েত সদস্য থেকে পদত্যাগ করলাম।তৃণমূল থেকে এখনো পদত্যাগ করিনি।এটা করতে গেলে দলকে তো জানাতে হয়।’অন্য কোনো রাজনৈতিক দলে যাচ্ছেন কিনা সেই বিষয়ে প্রশ্ন করা হলে বনমালীবাবু বলেন,‘আগামীদিনেই তা বোঝা যাবে।’যদিও বনমালীবাবুর এই পদত্যাগে তৃণমূল নেতৃত্ব কোনো আমলই দিচ্ছেন না।এই বিষয়ে তৃণমূলের ব্লক সভাপতি প্রণব রায় বলেন,‘তার দুর্দিনে তৃণমূল দলটাই তার পাশে দাঁড়িয়েছিলো।তাকে সম্মান,মর্যাদা সবই দেওয়া হয়েছিলো।এরপরেও তিনি চলে গেলেও দলের কিছু এসে যায়না।’।