এইদিন ওয়েবডেস্ক,বেইজিং,২৮ নভেম্বর : ফের শূন্য-কোভিড নীতি শুরু হওয়ায় এবং চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর উরুমকিতে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জন শ্রমিকের মৃত্যুর ঘটনায় সরকারের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠল গোটা চীন । রবিবার চীনের আর্থিক কেন্দ্র সাংহাই-এ জড়ো হওয়া শতাধিক মানুষ চিৎকার করে বলছিল,”পদত্যাগ করুন, শি জিনপিং! সরে যাও, কমিউনিস্ট পার্টি!”
এমনিতেই শূন্য-কোভিড বিধি নীতির কারনে বিগত সপ্তাহ জুড়ে হাজার হাজার চীনা নাগরিক পথে নেমে বিক্ষোভ প্রদর্শন করছিল । সেই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা । তার উপর বৃহস্পতিবার চীনের পশ্চিমাঞ্চলীয় অঞ্চলের একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দশজন শ্রমিক মারা যাওয়া এবং নয়জন আহত হওয়ার পর থেকেই বিক্ষোভ প্রবল আকার ধারণ করেছে । বিক্ষোভকারীদের অভিযোগ,কঠোর লকডাউন ব্যবস্থার কারণে বাসিন্দারা তাদের অ্যাপার্টমেন্টের ভিতরে আটকা পড়েছিল,এদিকে দমকলকর্মীরা সময়মতো ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছাতে না পারার কারনেই এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে । রবিবার বিকেলে চীনের উহানে মোমবাতি মিছিল বের করেছিল কয়েক হাজার মানুষ । বিক্ষোভকারীরা দাবি তোলে,”শি জিনপিং পদত্যাগ করুন ! ক্ষমা চান !”
রবিবার রাতে বেইজিং-এর লিয়াংমা খালের কাছে কয়েকশত তরুণ-তরুণী জড়ো হয়ে মোমবাতি জ্বালিয়ে কারখানায় অগ্নিদগ্ধ হয়ে মৃতদের জন্য শোক প্রকাশ করে । সমবেত সঙ্গীতের মাধ্যমে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করে । প্রকাশ্যে শি জিনপিংয়ের শাসনের নিন্দা করে বিক্ষোভকারীরা । তারপরেই চীনা পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । বেশ কয়েকজন বিক্ষোভকারীকে পুলিশ গ্রেফতার করেছে । তবে ঠিক কতজন গ্রেফতার হয়েছে তা স্পষ্ট নয় ।।