এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০১ জুন : ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলির একটি টুইট ঘিরে তোলপাড় চলছে দেশ জুড়ে । বুধবার নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটি আবেগঘন টুইট করেছেন গাঙ্গুলি । তাতে লিখেছেন,”২০২২ সাল আমার ক্রিকেটে ৩০তম বছর । আমি ১৯৯২ সালে খেলা শুরু করার পর থেকে ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। সবচেয়ে বড় কথা, আপনাদের সকলের সমর্থন পেয়েছি আমি । যারা আমার যাত্রায় অংশ নিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আপনাদের সমর্থনের জোরেই আমাকে আজ এই জায়গায় পৌঁছাতে সাহায্য করেছে । আজ আমি এমন কিছু শুরু করার পরিকল্পনা করছি যা আমি মনে করি সম্ভবত অনেক লোককে সাহায্য করবে । আশা করি জীবনের এই নতুন অধ্যায়ে আপনি আমার সাথে থাকবেন ।’
তবে সৌরভের এই নতুন অধ্যায়টি তা তিনি খোলসা করেননি । কিন্তু সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে দেখা করলে তাঁর বিজেপিতে যোগদান নিয়ে তুমুল জল্পনা শুরু হয় । সুত্রের খবর,সৌরভকে রাজ্যসভায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বিজেপি । আর এটা যদি সত্যি হয় তাহলে পশ্চিমবঙ্গে বিজেপির মরা গাঙে জোয়ার আসবে বলে মনে করছে রাজনৈতিক মহল ।।