দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),১২ ফেব্রুয়ারী : পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় দুই মহিলা কেপমারকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিল এলাকার মানুষ । নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুই মহিলাকে গ্রেফতার করেছে কাটোয়া থানার পুলিশ । পুলিশ জানতে পেরেছে ধৃতদের মধ্যে একজনের নাম হেমা মাল । তাঁর বাড়ি হুগলী জেলার মগরা এলাকায় । অন্যজন তাপসী সিং । তিনি বীরভূমের রামপুরহাট স্টেশনের কাছে বসবাস করেন । রবিবার ধৃতদের কাটোয়া মহকুমা এসিজেএম আদালতে তুলে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় পুলিশ । বিচারক ধৃতদের ৩ দিনের জন্য পুলিশ হেফাজত মঞ্জুর করেন । এই চক্রে আর কেউ জড়িত আছে কিনা ধৃতদের জেরা করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ।
জানা গেছে,কাটোয়া শহরের মনোমোহিনী পল্লী এলাকায় অনুকুলচন্দ্রের একটি আশ্রম রয়েছে । শনিবার সেখানে ধর্মীয় উৎসব ছিল । সেই উপলক্ষে প্রচুর পূণ্যার্থীদের সমাগম হয়েছিল আশ্রমে । সেই সুযোগে ভিড়ের মধ্যে মিশে গিয়ে একের পর এক মহিলার গলার সোনার নেকলেস খুলে নিতে শুরু করে মহিলা কেপমারের ওই দলটি । তারা ৪ মহিলার প্রায় এক ভরি করে ওজনের নেকলেস খুলতে সক্ষম হলেও কাটোয়া পালিটা রোডের কেশিয়া ফটকপাড়া এলাকার বাসিন্দা সরূপারানি পালের হাতে ওই দু’জন ধরা পড়ে যায় । এরপর দুই মহিলাকে আটকে রেখে কাটোয়া থানায় খবর দেওয়া হয় । পুলিশ দুই মহিলাকে প্রথমে আটক করে, পরে সরূপারানি পালের অভিযোগের ভিত্তিতে তাঁদের গ্রেফতার করা হয় ।।