এইদিন আন্তর্জাতিক ডেস্ক,০৪ আগস্ট : সম্প্রতি ‘অপারেশন মহাদেবের’ অধীনে লস্কর-ই-তৈয়বার সন্ত্রাসী তাহির হাবিবকে নিকেশ করেছিল নিরাপত্তাবাহিনী । ওই সন্ত্রাসীর দেহ এখন ভারতেই আছে । তারপরেও পাকিস্থান অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটের খাই গালা গ্রামে তার ‘জানাজা-ই- গায়াব’ বের করেছিল ওই কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠনটি । কিন্তু গ্রামবাসী তো দুরের কথা খতম সন্ত্রাসীর পরিবারই তাতে অংশগ্রহণ করতে অস্বীকার করে ৷ এরপর লস্করের কমান্ডার রিজওয়ান হানিফ আগ্নেয়াস্ত্র দেখিয়ে গ্রামবাসীদের জানাজায় অংশগ্রহণ করতে ভয় দেখায় । এতে গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে ওই সন্ত্রাসীকে গ্রাম থেকে তাড়িয়ে দেয় । উল্লেখ্য,’জানাজা-ই-গায়াব’ হল মৃতদেহের অনুপস্থিতিতে দাফন করার একটি পদ্ধতি। ইসলামী ঐতিহ্য অনুসারে, যখন কোনও মুসলিম এমন জায়গায় মারা যায় যেখান থেকে মৃতদেহ আনা যায় না এবং জানাজার নামাজ পড়ার জন্য কেউ উপস্থিত থাকে না, তখন তার পরিবারের সদস্যরা মৃতদেহের অনুপস্থিতিতে নামাজ পড়েন এবং শেষ নামাজ পড়েন।
পিওজেকে-এর বাসিন্দারা দীর্ঘদিন ধরেই পাকিস্তান সরকারের উপর ক্ষুব্ধ । কারন তাদের খাদ্য-বস্ত্র ও বাসস্থানের মত মৌলিক সুবিধাগুলি পাচ্ছে না । মাঝে মধ্যেই পিওজেকে-এর বাসিন্দারা ভারতে অন্তর্ভুক্ত হওয়ার দাবিতে মিছিল করে৷ এদিকে পাকিস্তান সরকার ও কুখ্যাত গোয়েন্দা সংস্থা পিওজেকে-কে সন্ত্রাসবাদের ঘাঁটি হিসাবে ব্যবহার করে আসছে । একারণেও ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা । পাক অধিকৃত কাশ্মীরের মানুষ এখন প্রকাশ্যে সন্ত্রাসীদের বিরুদ্ধে তাদের বিরোধিতা প্রকাশ করছে। গ্রামবাসীরা এখন সন্ত্রাসীদের বিরুদ্ধে জনসাধারণের বয়কটের পরিকল্পনা করছে। তারই প্রতিফলন দেখা গেল লস্কর-ই-তৈয়বার খতম সন্ত্রাসী তাহিরের জানাজার আয়োজনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করায় ।
জানা গেছে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের কুইয়ান ও খেয়ালা এলাকার গ্রামবাসীরা সন্ত্রাসীদের ‘জানাজা-ই-গায়াব’-এর আয়োজন বন্ধ করতে একটি প্রকাশ্য ‘জিগরা’ অর্থাৎ ঐতিহ্যবাহী পরিষদ সভা করতে চলেছে।
সম্প্রতি ‘অপারেশন মহাদেবের’ অধীনে ওই কুখ্যাত সন্ত্রাসবাদীকে খতম করা হয়েছে । আন্তর্জাতিক আইন অনুযায়ী, যদি সন্ত্রাসী পাকিস্তান বা অন্য কোনও দেশের হয়, তাহলে প্রথমে পাকিস্তান বা সংশ্লিষ্ট দেশের কাছে মৃতদেহ হস্তান্তরের চেষ্টা করা হয়। যদি সংশ্লিষ্ট দেশ মৃতদেহ নিতে প্রস্তুত না হয়, তাহলে সন্ত্রাসীর মৃতদেহ গোপনে তার রীতিনীতি অনুসারে দাফন করা হয়। সাধারণত, নিরাপত্তার কারণে এই তথ্য প্রকাশ করা হয় না ।।