এইদিন ওয়েবডেস্ক,দিনহাটা,০৫ ডিসেম্বর : কোচবিহার জেলার দিনহাটা থেকে একটা চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে । দিনহাটার চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েত এলাকার নাগরের বাড়ি গ্রামের বাসিন্দাদের অভিযোগ যে ওমর ফারুক বেপারী নামে একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী এক দশক ধরে এলাকায় সন্ত্রাসের সৃষ্টি করে রেখেছে । স্থানীয় এক ব্যক্তিকে বাবা সাজিয়ে ভোটার কার্ড,আধার কার্ডসহ যাবতীয় ভারতীয় পরিচয়পত্র করে ফেলে রীতিমতো ভারতীয় নাগরিক বনে গেছে ওমর ফারুক বেপারী নামে ওই বাংলাদেশি । একই এলাকায় দুটো বিয়ে করে রীতিমতো সংসার ফেঁদে বসেছে । অস্ত্র পাচার থেকে সমস্ত রকম অসামাজিক কার্যকলাপে যুক্ত ওই ব্যক্তি । তার দাপটে গোটা এলাকা ভয়ে তটস্থ হয়ে থাকে বলে অভিযোগ । তবে গ্রামবাসীদের সবচেয়ে গুরুতর অভিযোগ যে ওমর ফারুক বেপারী নামে ওই বাংলাদেশি নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন আনসারল উল বাংলার একজন ক্যাডার । তার বিরুদ্ধে খুনের অভিযোগও রয়েছে বাংলাদেশে৷ বুধবার কোচবিহারের জেলাশাসকের কাছে আনসারল উল বাংলার ইউনিফর্ম ও হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকা ওমর ফারুক বেপারীর কিছু ছবিসহ একটি অভিযোগপত্র জমা দিয়েছেন নাগরের বাড়ি গ্রামের ১৯৮ বুথের বাসিন্দা সাহিদুর রহমানরা ।
বিজেপির অভিযোগ, ওমর ফারুক বেপারী তৃণমূলের ঘনিষ্ঠ । তার সাথে তৃণমূলের দিনহাটা- ১ ব্লক সভাপতি সঞ্জয় বর্মন এবং দিনহাটা-২ ব্লক সভাপতি বিষ্ণুপদ বর্মনের ছবিও ফেসবুকে পোস্ট করেছে বিজেপি । কোচবিহার(এসসি) লোকসভা বিজেপির ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করে লেখা হয়েছে,”দিনহাটা চৌধুরীহাটে বাংলাদেশী অনুপ্রবেশকারী ওমর ফারুক বেপারী বাংলাদেশের জঙ্গি “আনসার বাহিনীর” সাথে যুক্ত দিনহাটায় কার অনুপ্রেরণায় এসে উনি এখন তিনু নেতা দেখুন সবাই… !!! পরিস্থিতি উত্তপ্ত, এলাকায় মারপিট, লাভজেহাত থেকে শুরু করে সমস্ত কিছু অমানবিক, দেশবিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে…দিনহাটা TMC ১ নং ব্লক প্রেসিডেন্ট সঞ্জয় বর্মন এবং দিনহাটা 2 নং ব্লক প্রেসিডেন্ট বিষ্ণুপদ বর্মনের ঘনিষ্ঠ…!!!” যদিও তৃণমূলের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।
দিনহাটার নাগরেরবাড়ির ১৯৭ নম্বর বুথের বাসিন্দা অভিযোগকারী সাহিদুর রহমান বলেন,’ওমর ফারুক বেপারী ১০-১২ বছর আগে অবৈধভাবে ভারতে ঢুকে পড়ে । পার্শ্ববর্তী ১৯৮ নম্বর বুথের বাসিন্দা খয়বার বেপারীকে বাবা সাজিয়ে ভোটার কার্ডও করে ফেলেছে । ওই এলাকার দুই মহিলাকে বিয়েও করেছে ওমর ফারুক ।’ তার অভিযোগ,’ওমর ফারুকের যত অসামাজিক কাজে যুক্ত । আসামেও যাতায়াত আছে তার । তার এতটাই দাপট যে আমাদের সর্বদা আতঙ্কের মধ্যে থাকতে হয় । বাংলাদেশের কয়েকজন ছবি পাঠিয়ে জানায় যে ওমর ফারুকের সঙ্গে নিষিদ্ধ সংগঠন আনসার উল বাংলার যোগ আছে । বাংলাদেশে তার বিরুদ্ধে একটা খুনের মামলাও আছে । তাই আমরা চাই ওকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক ।’
দিনহাটার নাগরেরবাড়ির ১৯৭ নম্বর বুথের পঞ্চায়েত সদস্যা সাহেবা বিবির স্বামী দুলাল শেখও অন্যতম একজন অভিযোগকারী৷ তিনি বলেছেন,”বছর তিনেক আগে কোচবিহার শহর লাগোয়া ঘুঘুমারি এলাকায় আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার করা হয় ওমর ফারুক বেপারীকে। দিনহাটার সাহেবগঞ্জ থানা এলাকাতেও একবার অস্ত্র-সহ গ্রেপ্তার হয়েছিল ওই ব্যক্তি ৷এলাকায় তোলাবাজি ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছস । আসাম ও বাংলাদেশেও তার নিয়মিত যাতায়াত আছে । আমাদের সন্দেহ যে ওমর ফারুক অস্ত্র চোরাচালানের সাথে যুক্ত৷’ ঘটনার তদন্ত করে ওই ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন তিনি ।
বছর ৪২-এর ওমর ফারুক বেপারীর বেশ কিছু ছবিও প্রমান হিসাবে মহকুমা শাসকের কাছে জমা দিয়ে এসেছেন তারা । যদিও প্রশাসনের তরফে এখনো এই বিষয়ে কিছু প্রতিক্রিয়া পাওয়া যায়নি । সাহিদুর রহমান জানান,ওমর ফারুকের বাড়িতে এস আই আর-এর গননা ফর্ম দিয়ে এসেছেন বিএলও । কিন্তু তার বাংলাদেশি নাগরিক হওয়ার কথা আমরা বিএলওকে জানাই । তখন তিনিই বিষয়টি মহকুমা শাসকের নজরে আনার পরামর্শ দেন তাদের ।।

