এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১১ ফেব্রুয়ারী : পুরসভা এলাকায় রয়েছে একাধিক জলাশয় । মূলত ব্যক্তিগত মালিকানাধীন ওই জলাশয়গুলির সিংহভাগই পানায় ভর্তি । তার উপর এলাকায় কোনও ডাম্পিং গ্রাউন্ড না থাকায় আবর্জনা ফেলার জন্য ওই জলাশয়গুলিকেই বেছে নিয়েছেন স্থানীয় বাসিন্দারা । ফলে জলাশয়ের জল থেকে ছড়াচ্ছে প্রচন্ড দুর্গন্ধ । তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মশা ও মাছির উৎপাত । পাশাপাশি পুর এলাকায় পরিকল্পিতভাবে গড়ে তোলা হয়নি নিকাশি ব্যাবস্থা । ফলে অল্প বৃষ্টিতেই নোংরা জলে ডুবে যায় রাস্তাঘাট । ফলে অস্বাস্থ্যকর জলাশয় ও জলনিকাশি সমস্যায় কার্যত জেরবার অবস্থা পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার দাঁইহাট পুরসভার বাসিন্দাদের । বাড়ছে ক্ষোভ । আর এই দুই সমস্যাকে প্রচারের হাতিয়ার করছে বিরোধী দলগুলি । ফলে দাঁইহাট পুর এলাকায় অস্বাস্থ্যকর জলাশয়,জলনিকাশি সমস্যা, ডাম্পিং গ্রাউন্ড না থাকায় কিছুটা হলেও ব্যাকফুটে শাসকদল তৃণমূল কংগ্রেস ।
তৃণমূল কংগ্রেস শাসিত দাঁইহাট পুরসভায় রয়েছে ১৪ টি ওয়ার্ড । জানা গেছে,পুর এলাকায় রয়েছে ছোটোবড়ো মিলে ২০-২৫ টি জলাশয় । তার মধ্যে শুধুমাত্র ৭ নম্বর ওয়ার্ডে কোচপুকুর,বাঘাপুকুরসহ বেশ কয়েকটি জলাশয় রয়েছে । ৫ নম্বর ওয়ার্ডে রয়েছে ফরিদঘরা নামে একটি পুকুর । পুরসভার দ৩ নম্বর ওয়ার্ড এলাকাতেও রয়েছে ছোটোবড়ো জলাশয় । মূলত ব্যক্তি মালিকানাধীন ওই পুকুরগুলি দীর্ঘদিন সংস্কার হয়নি । ফলে পানায় বুজে গেছে । এদিকে পুরবাসীদের বর্জ্য ফেলার সুনির্দিষ্ট কোনও জায়গাও নেই বলে অভিযোগ । ফলে তাঁরা যাবতীয় আবর্জনা ফেলার জায়গা হিসাবে ওই পুকুরগুলিকেই বেছে নিয়েছেন ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,দিনের পর দিন জলাশয়গুলিতে আবর্জনা ফেলার কারনে পুকুরের জল পচে অসহ্য দূর্গন্ধ ছড়াচ্ছে । ফলে এলাকার বাসিন্দাদের টেকা দায় হয়ে উঠেছে । তারপর শহরের মধ্যে রয়েছে নিকাশিনালার সমস্যা । ফলে অল্প বৃষ্টিপাতে রাস্তার উপর দূর্গন্ধযুক্ত পচাজল এসে জমে । কোথাও কোথাও আবার রাস্তা এতটাই অপরিসর যে একটা গাড়ি গেলে রাস্তা দিয়ে চলা দায় হয়ে ওঠে । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,এই সমস্ত সমস্যা নিরসনে কোনও উদ্যোগই নিতে দেখা যায়নি
দাঁইহাট পুরসভা কর্তৃপক্ষকে । এনিয়ে তাঁরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন । অন্যদিকে দাঁইহাট পুরসভার প্রশাসকমণ্ডলীর প্রাক্তন চেয়ারপার্সন শিশির মণ্ডল জানিয়েছেন,জলাশয়গুলি সংস্কারের জন্য পুরসভার তরফ থেকে পুকুর মালিকদের নোটিশ করা হয়েছে । সেই সঙ্গে পুর এলাকার নিকাশি নালা ও ডাম্পিং গ্রাউন্ড নির্মানের বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে পুরসভা ।।