এইদিন ওয়েবডেস্ক,কাবুল,৩১ মে : তালিবান আসার পর থেকেই স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত আফগানিস্তানের কুনার প্রদেশের দারা পেচ জেলার দাগাল উপত্যকার বাসিন্দারা । ফলে এলাকার এলাকার হাজার হাজার মানুষ অবর্ণনীয় দূর্দশার মধ্যে দিন কাটাতে বাধ্য হচ্ছে । জানা গেছে,দাগাল উপত্যকায় প্রায় ৪,০০০ পরিবার বাস করে এবং পর্যাপ্ত স্বাস্থ্য সুবিধার অভাব স্থানীয় জনগণের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করেছে । স্থানীয় বাসিন্দা ইস্তান গোল বলেন,’এলাকার কেউ অসুস্থ হলে তারা আমাদের আসাদাবাদ হাসপাতাল বা জেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় । কিন্তু পথেই অধিকাংশ রোগী মারা যায় ।’
তালিবান আসার আগেও দাগাল উপত্যকা উপেক্ষিত ছিল কারণ এটি তালেবানদের ঘাঁটি ছিল । তালেবানদের উপস্থিতির কারনে সেখানে কোনো উন্নয়নমূলক কাজই করা সম্ভব হয়নি । কারন তারা উন্নয়নমূলক কাজে বাধার সৃষ্টি করত বলে অভিযোগ । কিন্তু তালিবান আসার পরেও এলাকায় কোনো উন্নয়নই হয়নি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ।
জানা যায়,আশরাফ ঘানির সরকার আন্তর্জাতিক সংস্থাগুলির সহায়তায় এই এলাকার পুনর্গঠন বাস্তবায়নের চেষ্টা করেছিলেন । কিন্তু তালিবানের উপস্থিতির কারনে কোনও সংস্থাই ভয়ে এই এলাকায় প্রকল্পগুলি বাস্তবায়নের চেষ্টা করেনি । স্থানীয় লোকজন বলছেন,তালিবানরা এখন ক্ষমতায় থাকায় আমরা চাই তারা এই সমস্যার সমাধান করুক ।পূর্ববর্তী সরকারের আমলে সরকার ও তালিবানদের মধ্যে সংঘর্ষের কারণে কুনারের অনেক এলাকা একই ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে তা বিবেচনা করে স্থানীয় জনগণ আশা করছে তাদের সমস্যার সমাধান হবে । কিন্তু তাদের আশা তালিবান কতটা পূরণ করবে তা নিয়ে তারা নিজেরাই সংশয় প্রকাশ করেছেন ।।