এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৮ আগস্ট : সংকীর্ণ রাস্তা দিয়ে পণ্যবোঝাই লরি চলাচল বন্ধের দাবিতে সরব হলেন পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারের কদমতলার একাংশের বাসিন্দারা । এনিয়ে ব্লক প্রশাসন ও ভাতার পঞ্চায়েত সমিতির কাছে গণ আবেদন জানিয়েছেন তারা । অভিযোগের তির স্থানীয় এক লৌহসামগ্রীর ব্যবসায়ীর দিকে । বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ভাতার পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী সাহা । যদিও অভিযোগ প্রসঙ্গে ব্যবসায়ীর কোনো মতামত নেওয়া সম্ভব হয়নি ।
জানা গেছে,ভাতার বাজারে কদমতলার উপর দিয়ে চলে গেছে ভাতারমালডাঙ্গা সড়পথ । সড়কপথের ঠিক উত্তরদিকে ঠিক পাশেই রয়েছে একটি প্রাচীন অশ্বত্থ গাছে । গাছের নিচে রয়েছে নেতাজী সুভাষচন্দ্র বসুর একটি পুর্নাবয়ব মূর্তি। ঠিক তার পাশ দিয়ে একটি সংকীর্ণ রাস্তা ভাতার রেলস্টেশনের গা বরাবর চলে গেছে । রাস্তার দু’পাশে রয়েছে শতাধিক ঘরবাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান ।
স্থানীয় বাসিন্দা অনিতা গড়াই, মহাদেব হাজরাদের কথায়,’আমাদের পাড়ায় চলাচলের রাস্তাটি বড় যানবাহন চলাচলের জন্য উপযুক্ত নয় ৷ আমরা সাধারণত পায়ে হেঁটে, সাইকেল বাইক বা প্রয়োজনে টোটো ও চারচাকা গাড়িতে যাতায়াত করে থাকি । তাতে রাস্তার উপর তেমন কোনো প্রভাব পড়ে না । কিন্তু পাড়াতেই রয়েছে লৌহসামগ্রীর এক ব্যবসায়ীর দোকান । আর লোহার সামগ্রী বোঝাই লরি নিয়ে যাওয়ার ফলে রাস্তার দফারফা হয়ে গিয়েছে। কোথাও কোথাও বড়বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে । তাতে বর্ষার জল জমে পায়ে হেঁটে চলাচল দুষ্কর হয়ে পড়েছে৷’
জানা যায়, কিছুদিন আগে ভাতার পঞ্চায়েত সমিতি থেকে টেণ্ডার করে রাস্তাটি সংস্কার করা হয়। সেই সময় রাস্তার একপাশে পাড়ার জল নিকাশির জন্য পাকা ড্রেনও নির্মান করে দেওয়া হয় । কিন্তু পণ্যবাহী লরি চলাচলের জন্য রাস্তাটি তো বেহাল হয়ে গেছেই, পাশাপাশি ড্রেনের উপর স্লাবগুলি লরির চাকার চাপে ভেঙে গেছে বলে অভিযোগ । এনিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা । রাস্তায় ভারী যানবাহন চলাচল বন্ধের দাবিতে আজ সোমবার ভাতারের বিডিওর পাশাপাশি পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে দাবি জানিয়েছেন তারা ।।