এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৮ মে : দু:স্থ পরিবারের পড়ুয়াদের জন্য অভিনব উদ্যোগ। পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার আলিনগরে একটি ফ্রি কোচিং স্কুল চালু করলেন স্থানীয় বাসিন্দা শিক্ষাবিদ ও সমাজসেবী জয়নাল আবেদিন। তার নিজস্ব জায়গার ওপরেই তৈরি হয়েছে আবাসিক ফ্রি কোচিং স্কুলের। সোমবার তার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী, ভাতারের ওসি অরুনকুমার সোম, ভাতার চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মৌমিতা সরকার, ভাতার পঞ্চায়েতের প্রধান পরেশনাথ চক্রবর্তী সহ বিশিষ্টজনরা।
স্থানীয় সূত্রে জানা যায় আলিনগর গ্রামের বাসিন্দা জয়নাল আবেদিন একজন ইসলামিক শিক্ষাবিদ। নানান সমাজসেবামূলক কাজেও যুক্ত। তার বাড়ি লাগোয়া এই ফ্রি কোচিং স্কুলটি রয়েছে। প্রায় বিঘাদুয়েকের জমির ওপর তৈরি হতে চলেছে পড়ুয়াদের আবাসন, খেলার মাঠ, বাগান ইত্যাদি।
জয়নাল আবেদিন বলেন,” এখানে প্রাথমিক স্তরের পড়ুয়ারা সকল বিষয়ে পড়াশোনার সুযোগ পাবে। আশপাশের গ্রামের পড়ুয়ারা এসে ক্লাস করার পাশাপাশি তাদের খাওয়াদাওয়ার ব্যবস্থা থাকবে। এছাড়া দুরদুরান্তের বা বিভিন্ন জেলার পড়ুয়ারা আবাসনে থেকে পড়াশোনা করতে পারবে। তার জন্য তাদের কাছে কোনও ফি নেওয়া হবে না।”
স্কুল পরিদর্শক মৌমিতা সরকার বলেন,” এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এর ফলে স্কুলছুট পড়ুয়ার সংখ্যাও কমবে।” এদিন স্কুল চালুর পাশাপাশি প্রস্তাবিত আবাসনের শিলান্ন্যাস করা হয়।।