এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,২৪ মে : কর্ণাটকের বেঙ্গালুরুর ইলেক্ট্রনিক সিটির কাছে হেব্বাগোডিতে খামারবাড়িতে (জিএম ফার্ম) জনৈক ব্যক্তির জন্মদিন উদযাপনের নামে ডিজে বাজিয়ে রাতভর উল্লাস করছিল বিশিষ্ট কিছু মহিলা ও পুরুষ । নাম দেওয়া হয়েছিল “বাসুর জন্মদিন” এবং সাবটাইটেল ছিল “সানসেট টু সানরাইজ” । কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে বেঙ্গালুরুর সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ পুলিশ সেখানে হানা দিলে জানতে পারে যে জন্মদিন পালনের আড়ালে আদপে সেখানে চলছিল আমোদ পার্টি (Rave Party) । দেদার মাদক সেবন করছিল বিশিষ্ট ব্যক্তবর্গ । গত ১৯ মে ভোরে অভিযান চালিয়ে পুলিশ সেখান থেকে এমডিএমএ (এক্সট্যাসি) বড়ি, হাইড্রো গাঞ্জা, কোকেন, হাই-এন্ড গাড়ি, ডিজে সরঞ্জাম, এবং আলোর সরঞ্জাম সহ ১.৫ কোটি টাকার জিনিসপত্র বাজেয়াপ্ত করে ।খামারবাড়ির শোভাবর্ধনকারী গাছের নিচে মাদক লুকিয়ে রাখা হয়েছিল । পুলিশ জানিয়েছে, ডগ স্কোয়াড এটি সনাক্ত করেছে । রেভ পার্টিতে অংশগ্রহণকারী ৭৩ জন পুরুষ এবং ৩০ জন মহিলাকে আটক করে তাদের রক্তের নমুনা পরীক্ষার জন্য একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যায় । বৃহস্পতিবার পুলিশ সূত্র জানিয়েছে,পার্টিতে অংশগ্রহণকারীদের রক্তের নমুনা নিশ্চিত করেছে যে তেলেগু চলচ্চিত্র অভিনেত্রী সহ ৮৬ জন মাদক গ্রহণ করেছিল ।
জানা যায় যে ৫৯ জন পুরুষ এবং ২৭ জন মহিলার রক্তের নমুনায় মাদকের উপস্থিতির প্রমান পাওয়া গেছে এবং তারা নিশ্চিত করেছে যে তারা মাদক সেবন করেছিল । পুলিশ সূত্র জানায়,যারা পার্টিতে যোগ দিয়েছিলেন তাদের বেশিরভাগই মাদক সেবন করছিলেন। যাদের পরীক্ষায় পজিটিভ এসেছে তাদের নোটিশ জারি করবে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ।
জানা গেছে,গত রবিবার (১৯ মে) মধ্যরাতে জনৈক ভাসুর নামে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে এর জন্য এন্ট্রি ফি ছিল দুই লাখ টাকা পর্যন্ত । বিকেল ৫টা থেকে ইলেক্ট্রনিক সিটির কাছে জিআর ফার্ম হাউসে শুরু হয়ে সোমবার ভোর পর্যন্ত চলে পার্টি। পার্টিতে ২৫০ জনেরও বেশি লোক অংশ নেয় । ১০১ জনের তথ্য পাওয়া গেছে । কিন্তু বাকিরা পুলিশের অভিযানের সময় পালিয়ে যায় ।’
পাঁচজন এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন বলে নগর পুলিশ কমিশনার জানিয়েছেন । এদিকে একের পর এক তেলেগু অভিনেত্রীর ওই পার্টিতে উপস্থিতর তথ্য সামনে আসতে শুরু করেছে । তেলেগু অভিনেত্রী ওই আশিরাইও সেই রেভ পার্টিতে ছিলেন । তবে তিনি দাবি করেছেন তিনি পার্টিতে গিয়েছিলেন এটা সত্য, কিন্তু তিনি জানতেন না যে এটি একটি ড্রাগ পার্টি ছিল। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বিবৃতি প্রকাশ করে অভিনেত্রী আশিরাই বলেছেন, ‘আমাকে জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছিল।পার্টিতে কী ছিল জানি না। মাদক সংক্রান্ত বিষয়ে আমি কিছু জানিনা ।’ তদন্তে জানা গেছে বিখ্যাত তেলেগু অভিনেত্রী হেমাও (Hema)এই পার্টির অংশ ছিলেন । তার রক্তের নমুনাও পজিটিভ এসেছে । সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ (সিসিবি) মামলাটি ইলেকট্রনিক সিটি (Electronic City) এবং হেব্বাগোডি (Hebbagodi) থানাকে হস্তান্তর করেছে । এখন যাদের রক্তের নমুনার পরীক্ষার ফলাফল ইতিবাচক তাদের নোটিশ জারি এবং তলব করতে চলেছে পুলিশ ।।