এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৯ সেপ্টেম্বর : সরকারি অনুদান নেওয়া ক্লাবগুলিকে মমতা ব্যানার্জির ছবি টাঙানোর ফতোয়া জারি করলেন পূর্ব মেদিনীপুর জেলাসরকারি অনুদান নেওয়া ক্লাবগুলিকে মমতা ব্যানার্জির ছবি টাঙানোর “ফতোয়া” জারি করলেন নন্দকুমারের তৃণমূল বিধায়ক সুকুমার দে, শুভেন্দু অধিকারী বললেন : “অনুদানের টাকা ওনাদের পৈতৃক সম্পত্তি নয়”র তমলুক মহকুমার নন্দকুমারের তৃণমূল বিধায়ক বিধায়ক সুকুমার দে । নন্দকুমার থানায় সরকারি অনুদান বিতরণের অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বিধায়ক পুজো কমিটিগুলোকে কার্যত হুমকি দিয়েছেন । তার বক্তব্যের ভিডিও ক্লিপিং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছেন : “অনুদানের টাকা ওনাদের পৈতৃক সম্পত্তি নয়” ।
ভিডিওতে নন্দকুমারের বিধায়ক সুকুমার দে’কে বলতে শোনা গেছে, ‘ন্যূনতম সৌজন্যবোধটুকু আপনাদের কারোর কারোর নেই । যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকাটা দিয়েছেন, তাকে শুভেচ্ছা জ্ঞাপন করে তার ছবিটা পর্যন্ত টাঙান না । কেন করেননি ? আপনারা বলুন তো কেউ টাকা নেব না। কেউ বলবেন ? কেউ বলবেনা । তাহলে তার ছবিটা প্যান্ডেলের সামনে রাখতে কিসের দ্বিধা ? তিনি তো বাংলার মুখ্যমন্ত্রী । পুজোতে সাহায্য দিচ্ছেন । তার ছবিটা কেন রাখতে পারেন না ক্লাবের সামনে, মঞ্চের সামনে ? কিসের বাধা আপনাদের ? কেন করেন না ? ওসি সাহেব তো আমাকে বারবার বলছে যে ক্লাব আমাকে ভালবাসে আমার জন্য করে তাদের জন্য আমি আছি। যে করাটা আমি তার সঙ্গে নেই ।’
তার আগে বিধায়ককে বলতে শোনা গেছে,’যে মানুষটি এত লাঞ্ছনা, এত বঞ্চনা, আপনাদের অনুদান পাইয়ে দিতে হাইকোর্ট পর্যন্ত এই শর্মাকে যেতে হয়, কিন্তু আপনারা নিজেদের দায়িত্ব-কর্তব্য পালন করেননি । এটা খুব দুঃখের বিষয় ।’ তিনি বলেন, আপনারা হয়তো ভাবেন কারুর রেকমেন্ডেশেন্ড এই টাকা পাচ্ছেন । কিন্তু আমি যদি অবজেকশন তুলি তাহলে আপনারাই টাকা পাবেন না ।’
প্রতিক্রিয়ায় শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘মুখ্যমন্ত্রী দুর্গাপুজোয় ক্লাবগুলির সরকারি অনুদান দিচ্ছেন, এই টাকা রাজ্যের জনগনের করের টাকা। কিন্তু নন্দকুমারের বিধায়ক সুকুমার দে যেভাবে ক্লাবগুলিকে ধমকাচ্ছেন মনে হচ্ছে অনুদানের টাকা যেন ওনাদের পৈতৃক সম্পত্তি। বিধায়ক সুকুমার দে’র বক্তব্য যেহেতু অনুদানের টাকা সরকার দিচ্ছে, সেহেতু ক্লাবগুলিকে পুজোর মণ্ডপে মণ্ডপে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগাতেই হবে বাধ্যতা মূলকভাবে, এবং তিনি তার বিধানসভার অধীনস্ত সরকারি অনুদান প্রাপ্ত ক্লাবগুলির পুজো মণ্ডপ ঘুরে দেখবেন, এবং তার কথামতো যদি কোনো মণ্ডপে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকে তাহলে সেই ক্লাব যাতে আগামী বছর অনুদান না পায় সেই ব্যবস্থা তিনি করবেন।’
তিনি আরও লিখেছেন,’নন্দকুমারে বিধায়ককে আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই সরকার অনুদানের যে টাকা ক্লাবগুলিকে দিচ্ছে সেই টা পশ্চিমবঙ্গের জনগনের ট্যাক্স এর টাকা আপনার দলের টাকা নয়, তৃণমূলের কোনো নেতার পৈতৃক টাকা নয়। আর আগামী বছরের ব্যপার আগামী বছর দেখা যাবে, আপনার দল সরকার ক্ষমতায় আসবেনা, আগামী বছর আপনিও এক্স এমএলএ হবেন আর আপনার মালিক ও এক্স হবেন তাই ক্ষমতার দম্ভে হুমকি, আস্ফালন দেখানোর আগে ভালো করে ভেবেচিন্তে কথা বলুন।’।