এইদিন বিনোদন ডেস্ক,১৯ সেপ্টেম্বর : সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে গায়ক জুবিন গর্গের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে । ৫২ বছর বয়সী এই প্রখ্যাত সঙ্গীত শিল্পির অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তিনি এক্স-এ লিখেছেন, “জনপ্রিয় গায়িকা জুবীন গর্গের আকস্মিক মৃত্যুতে আমি মর্মাহত। সঙ্গীতে তাঁর সমৃদ্ধ অবদানের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁর গান সকল স্তরের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল। তাঁর পরিবার এবং ভক্তদের প্রতি সমবেদনা। ওম শান্তি।”
১৯৭২ সালের ১৮ নভেম্বর আসামের জোড়হাটে জন্মগ্রহণকারী জুবিন গর্গ ‘উত্তর-পূর্বের রকস্টার’ হিসাবে পরিচিত ছিলেন । তার অকাল মৃত্যুতে মৃত্যুতে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা শোক প্রকাশ করে টুইট করেছেন,”হে শিল্পী, তোমার প্রতি অশ্রুসিক্ত শ্রদ্ধাঞ্জলি।”
তিন দিনের নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন গর্গ । আজ শুক্রবার সন্ধ্যায় তাঁর পারফর্ম করার কথা ছিল। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সেখানে জনসমক্ষে “টিয়ার্স ইন হেভেন” গানটি পরিবেশন করেছিলেন । কিন্তু তার আগেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাতে হল এই জনপ্রিয় সঙ্গীত শিল্পিকে ।
প্রসঙ্গত,স্কুবা ডাইভিং হলো সমুদ্রের নিচে জগৎ অন্বেষণ এবং সামুদ্রিক জীবন দেখার একটি রোমাঞ্চকর জল ক্রীড়া । ভ্রমণকারীদের সঙ্গে ডুবুরিরাও যায় । এয়ার ট্যাঙ্ক থেকে শ্বাস-প্রশ্বাস নিয়ে ভ্রমণকারীরা সমুদ্রের গভীরে প্রাণী ও উদ্ভিদ জগতের আনন্দ উপভোগ করে । সিঙ্গাপুরের নর্থ ইস্ট ফেস্টিভ্যালের আয়োজকদের মতে, শুক্রবার বিকেলে স্কুবা ডাইভিংয়ের সময় জটিলতায় ভুগছিলেন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয়। শোনা যাচ্ছে, জুবিনের মৃত্যুর খবর পেয়েই দ্রুত সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন তাঁর স্ত্রী।
জুবিন ২০০৬ সালে ‘গ্যাংস্টার’ সিনেমার ‘ইয়া আলি’ গান গেয়ে খ্যাতি অর্জন করেন। তারপর একের পর এক অসাধারণ গান গেয়েছেন তিনি। অসমীয়া, বাংলা, হিন্দি এবং ইংরেজি সহ বিভিন্ন ভাষায় অন্তত ৪০ হাজারেরও বেশি গান রেকর্ড করেছেন। হিন্দি- বাংলা মিলিয়ে একাধিক সিনেমায় সুপারহিট গান উপহার দিয়েছেন জুবিন। জানে ক্যায়া চাহে মন, দিল তু হি বাতা, পিয়া রে পিয়া রে-মত গান আজও সমান জনপ্রিয় । তার আকস্মিক মৃত্যুতে আসাম এবং উত্তর-পূর্ব অঞ্চল জুড়ে ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে ।।