এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,৩১ জুলাই : হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল প্রখ্যাত সঙ্গীতশিল্পি নির্মলা মিশ্রের (Nirmala Mishra) । ২০১৫ সালে সেরিব্রাল স্ট্রোক হয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন শিল্পি । তারপর থেকে তিনি কার্যত বিছানাতেই শুয়ে থাকতেন । মাঝে কয়েকবার তাঁকে হাসপাতালে ভর্তিও করতে হয়েছিল । কিন্তু বিগত কয়েকদিন ধরে গুরুতর শারীরিক অসুস্থতায় ভুগছিলেন । শনিবার অসুস্থতা বাড়ায় কলকাতা এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভরতি করা হয়েছিল । কিন্তু রবিবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয় । এরপর সকালের দিকে দক্ষিণ কলকাতার চেতলায় শিল্পির নিজের বাসভবনে তাঁর মৃতদেহ আনা হয় । কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে । মৃত্যুকালে শিল্পির বয়স হয়েছিল ৮১ বছর । নির্মলা মিশ্রের মৃত্যুতে শোকস্তব্ধ বাংলার সঙ্গীত জগত ।
মজিলপুরের বাসিন্দা পণ্ডিত মোহিনীমোহন মিশ্র এবং ভবানী দেবীর সন্তান ছিলেন নির্মলা মিশ্র । তিনি ১৯৬০ সালে সঙ্গীত জগতে আত্মপ্রকাশ করেন । তাঁর গাওয়া বিখ্যাত কিছু গান হল, ‘এমন একটি ঝিনুক খুজে পেলাম না’, ‘ও তোতা পাখি রে’, ‘ওগো তোমার আকাশ দুটি চোখে’ প্রভৃতি । জানা গেছে,
শিল্পীর বাড়ি থেকে তাঁর মৃতদেহ রবীন্দ্রসদনে শায়িত রাখা হবে । সেখানে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন শিল্পির অগুনিত গুণমুগ্ধ শ্রোতারা । তারপর রাজ্য সংগীত অ্যাকাডেমি হয়ে কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হবে শিল্পীর মৃতদেহ ।।