এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৯ এপ্রিল : ওয়াকফ সংশোধিত আইনের প্রতিবাদের নামে গত ১২ এবং ১৩ এপ্রিল মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর লোকসভা এলাকার সামশেরগঞ্জ এবং ধুলিয়ানের একাধিক হিন্দু অধ্যুষিত গ্রামে হামলা হয়েছিল । বহু মন দিয়ে ভাঙচুর করা হয় । ভাঙচুর লুটপাট এবং আগুন ধরিয়ে দেওয়া হয় হিন্দুদের শতাধিক ঘরবাড়িতে । খুন হয় হয় শামশেরগঞ্জের চাপাবাজের বাসিন্দা হিন্দু পিতা পুত্র । শতাধিক হিন্দু পরিবার পালিয়ে আশ্রয় নেয় পার্শ্ববর্তী মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এলাকার একটি গ্রামে । বর্তমানে তারা বাড়ি ফিরে এসেছে । ওই সাম্প্রদায়িক হিংসার সময় বেশ কয়েকটি গ্রামের নটি মন্দির ভাঙচুর করে ওয়াকফ আইন বিরোধী জনতা । পূর্ব ঘোষণা মত সেই সমস্ত মন্দিরগুলি শুভ অক্ষয় তৃতীয়ার দিন থেকে সংস্কারের কাজ শুরু হতে চলেছে বলে জানালেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি আজ মঙ্গলবার একটি ভিডিও এক্স-এ শেয়ার করেছেন । যাতে সামশেরগঞ্জ এবং ধুলিয়ান এলাকার রতনপুর শীতলা মন্দির, বেদবোনা শিব মন্দির, পালপাড়া মনসা মন্দির, রানীগঞ্জ কালী মন্দির, লালপুর রক্ষাকালি মন্দির, দিঘড়ী মনসা মন্দির, নিমতলা কালী মন্দির, দাসপাড়া কালী মন্দির ও ঘোষপাড়া দূর্গা মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করতে দেখা গেছে ।
শুভেন্দু অধিকারী লিখেছেন,পূর্ব প্রতিশ্রুতি মতো আগামী ৩০শে এপ্রিল ২০২৫, অর্থাৎ আগামীকাল অক্ষয় তৃতীয়ার শুভ দিনে, আমরা মুর্শিদাবাদ জেলার জেহাদিদের আক্রমণে ক্ষতিগ্রস্ত হিন্দু মন্দিরগুলির পুনর্নির্মাণ ও সংস্কার প্রক্রিয়ার কাজ শুরু করব। এই মন্দিরগুলিতে আজ থেকে পরিষ্কারের কাজ শুরু হয়েছে। মন্দির গুলিতে জেহাদিদের বর্বরোচিত আক্রমণের চিহ্নগুলি সম্পূর্ণ রূপে মুছে ফেলে সনাতনী ধর্মীয় আচার-বিধি মেনে যথাযথভাবে শুদ্ধিকরণ’ এবং সংস্কার করার পর নবরূপে সাজিয়ে সেখানে পুনরায় বিগ্রহ প্রতিষ্ঠা করে দেবদেবীর পুজো অর্চনা করা হবে।’ তিনি আরও লিখেছেন,’আমি আবার মনে করিয়ে দিতে চাই, সমস্ত খরচ হিন্দুরা নিজেরাই বহন করবে হিন্দু বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কোনোরকম সহযোগীতা ছাড়াই। প্রতিটি মন্দির আমাদের কাছে এক একটি তীর্থক্ষেত্র, হিন্দুদের আবেগের সাথে জড়িত। হিন্দু হিন্দু ভাই ভাই।’
সোমবার একটা ভিডিও বার্তায় বিরোধী দলনেতা বলেছিলেন,’আপনারা জানেন গত ১১ এবং ১২ এপ্রিল মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ ও ধুলিয়ানের বিস্তীর্ণ এলাকা জুড়ে হিন্দুদের সংখ্যা শূন্য করার জন্য জিহাদি, সন্ত্রাসী এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ঠ রাষ্ট্রবিরোধী শক্তির দ্বারা হিন্দু গ্রামগুলিকে হামলা হয়েছিল । মন্দির কমিটিগুলির হাতে প্রাথমিকভাবে পুনর্নির্মাণের জন্য অর্থ তুলে দেওয়া হয়েছে । আগামী ৩০ তারিখ অক্ষয় তৃতীয়ার পূণ্যলগ্নে সকাল দশটার সময় পুরোহিতের মন্ত্র উচ্চারণের সাথে সাথে বিধর্মী জিহাদীদের হাতে অপবিত্র হওয়া মন্দিরগুলি সনাতনী প্রথা অনুযায়ী শুদ্ধিকরণের মাধ্যমে সংস্কারের কাজ শুরু হতে চলেছে । বিশ্বের সমস্ত বাংলাভাষী হিন্দুদের কাছে আমার আবেদন যে জঙ্গিদের হাতে জিহাদীদের হাতে এই পাকিস্তানপ্রেমীদের হাতে আক্রান্ত মুর্শিদাবাদের হিন্দুদের জন্য আপনারা প্রার্থনা করুন ।’।