এইদিন ওয়েবডেস্ক,পাকিস্তান,২১ জুন : কোরান অবমাননার অভিযোগে এক ট্যুরিস্টকে জীবন্ত পুড়িয়ে মারল পাকিস্তানের ধর্মোন্মাদ মুসলিম জনতা । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার(২০ জুন) রাতে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত জেলার মাদিয়ান এলাকায় । হতভাগ্য ট্যুরিস্ট পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিয়ালকোট জেলার বাসিন্দা বলে জানা গেছে । তার বিরুদ্ধে কোরন পোড়ানোর অভিযোগ তোলা হয়েছে । এই নৃশংস হত্যাকাণ্ডের একটা ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । ভিডিওতে একজন মানুষের শরীর দাউদাউ করে জ্বলতে দেখা গেছে৷ সেই দেহটি ঘিরে থাকা ধর্মোন্মাদ জনতাকে ‘আল্লাহু আকবর’ শ্লোগান দিতে শোনা গেছে । পাকিস্তান সরকার ঘটনার নিন্দা করলেও গ্রেফতারির কোনো খবর নেই ।
খবরে বলা হয়েছে, স্থানীয় পুলিশ প্রাথমিকভাবে কোনো সহিংসতা এড়াতে অভিযুক্তকে হেফাজতে নিয়েছিল। কিন্তু ধর্মোন্মাদের দল তাকে থানা থেকে জোর করে টেনে বের করে নিয়ে যায় এবং নির্মমভাবে পেটায় । শেষে জীবন্ত অবস্থাতেই তার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয় । সোয়াত জেলা পুলিশ অফিসার (ডিপিও) ডাঃ জাহিদুল্লাহ খান ডনকে জানিয়েছেন যে জনতা পুলিশ স্টেশন এবং একটি পুলিশের গাড়িতে আগুন দিয়েছে, এই প্রক্রিয়ায় আটজন অফিসার আহত হয়েছে । সূত্রের খবর, নিহত ব্যক্তি একজন মুসলিম এবং পাকিস্তানের শিয়ালকোটের বাসিন্দা। তিনি বেড়াতে গিয়েছিলেন সোয়াত উপত্যকায় । বিল নিয়ে হোটেল মালিকের সাথে তার হাতাহাতি হয় । সেই সময় হোটেল মালিক চেঁচিয়ে বলতে শুরু করে যে এই ব্যক্তি কোরান ছিঁড়েছে। সঙ্গে সঙ্গে ভিড় জমাতে শুরু করে । পুলিশ তাকে থানায় নিয়ে যায় । এরপর হাজার হাজার জনতা থানায় হামলা করে ওই ব্যক্তিকে জীবন্ত পুড়িয়ে দেয়, এরপর তার শরীরে ৫০ রাউন্ডের বেশি গুলি করা হয় এবং তার পোড়া লাশ ঝুলিয়ে দেওয়া হয় বলে সূত্রের খবর ।
হত্যাকাণ্ডের পরে, মাদিয়ান এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গন্ডাপুর ঘটনার অবিলম্বে নোটিশ জারি করে সাধারণ মানুষকে শান্ত থাকার আবেদন জানিয়েছেন এবং পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি ডিপিও ডঃ জাহিদুল্লাহ খানকে পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এবং ঘটনার বিস্তারিত প্রতিবেদন সংগ্রহের অনুরোধ করেন বলে জানা গেছে ।
জানা গেছে,নিহত ব্যক্তিও মুসলিম সম্প্রদায়ের । পর্যটক ঈদ উদযাপনের জন্য তিনি সোয়াতে এসেছিলেন । কিন্তু সহ-ধর্মবাদীদের হাতেই তাকে নৃশংসভাবে খুন হতে হল । তবে পুলিশ তার পরিচয় এখনো প্রকাশ করেনি । এই ঘটনার আগে পাকিস্তানের পাঞ্জাবের সারগোধা জেলায় নাজির মসিহ নামে ৭২ বছর বয়স্ক এক খ্রিস্টান ব্যক্তিকে কোরান পোড়ানোর মিথ্যা অভিযোগে পিটিয়ে মারা হয় বলে অভিযোগ ।।