এইদিন বিনোদন ডেস্ক,০১ নভেম্বর : আজ পয়লা নভেম্বর, চলতি বছরের সবচেয়ে বড় দুটি ছবি, ‘সিংহম এগেইন’ এবং ‘ভুল ভুলাইয়া ৩’, দেশে এবং বিদেশে মুক্তি পেয়েছে। তবে কিছু দেশ আছে যারা আপাতত এই দুটি ছবির মুক্তি বন্ধ করে দিয়েছে। খবরে বলা হয়েছে, সিঙ্গাপুরে অজয় দেবগনের ‘সিংহাম এগেইন’-এর মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, সৌদি আরবে নিষিদ্ধ করা হয়েছে কার্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া ৩’।
জানা গেছে,সিঙ্গাপুরে ‘সিংহম এগেইন’-এর মুক্তি এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। বলা হচ্ছে এখানে ছবিটির সেন্সর প্রক্রিয়া সম্পন্ন হয়নি। সূত্রের উদ্ধৃতি দিয়ে বলিউড হাঙ্গামা এই খবর জানিয়েছে । প্রতিবেদনে বলা হয়েছে,’সিঙ্গাপুর সেন্সর বোর্ডের প্রক্রিয়া সময়মতো শেষ হয়নি। যদিও সিঙ্গাপুর সেন্সর বোর্ডের এমন নজির আগেও দেখা গেছে । সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলিকেও একই রকম বিলম্বের সম্মুখীন হতে হয়েছে।সূত্রটি আরও জানায়, ‘সিংহাম এগেইন’ এখন আগামী সপ্তাহের ৭ই নভেম্বর সিঙ্গাপুরে মুক্তি পেতে পারে। এবার বিদেশ থেকেও বিপুল অর্থ উপার্জনের পরিকল্পনা করেছে ‘সিংহম এগেইন’। তাই অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফিজিতে ১৯৭টি স্ক্রিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে এই ছবিটির ।
‘সিংহম এগেইন’-এর পাশাপাশি ‘ভুল ভুলাইয়া ৩’ এর একটা খবর সামনে এসেছে। জানা যাচ্ছে যে সৌদি আরবে এই ছবিটি নিষিদ্ধ করা হয়েছে। ‘ভুল ভুলাইয়া ৩’ ছবিতে সমকামী উল্লেখ থাকার কারণে সৌদিতে ছবিটি নিষিদ্ধ করা হয়েছে। ধর্মীয় দ্বন্দ্বের কারণে এশিয়ার মুসলিম দেশগুলোতেও মুক্তি পাচ্ছে না ‘সিংহম এগেইন’।
ভারতে ‘সিংহাম এগেইন’, ৩১শে অক্টোবর সন্ধ্যা পর্যন্ত প্রায় ৫ লাখ টিকিট বিক্রি হয়েছে। যার কারণে এটি ১৫ কোটি টাকা পর্যন্ত আয় করেছে। অন্যদিকে ‘ভুল ভুলাইয়া ৩’ও ভালো অগ্রিম বুকিং পেয়েছে। এটি ৩১ শে অক্টোবর সন্ধ্যা পর্যন্ত ৫.৫ লক্ষ টিকেট বুক করেছে। এটি অগ্রিম বুকিং থেকে ১৭.১ কোটি টাকা আয় করেছে। পয়লা নভেম্বর সন্ধ্যার মধ্যে, এটি পরিষ্কার হয়ে যাবে দর্শকরা কোনো ছবিকে বেশি পছন্দ করেছে।।