এইদিন ওয়েবডেস্ক,০৫ জুলাই : জীবনকে উপভোগ করতে মোবাইল ব্যাবহার কমানোর পরামর্শ দিলেন খোদ মোবাইল আবিষ্কারক মার্টিন কুপার(martin cooper) । সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘জীবনকে উপভোগ করতে হলে মোবাইল ফোনের ব্যবহার কমাতে হবে। সেটা হতে পারে দিনে পাঁচ শতাংশের মতো । আমিও দিনে পাঁচ শতাংশের কম সময় মোবাইল ব্যবহার করি ।’
১৯৭৩ সালের ৩ এপ্রিল ‘মটোরোলা ডাইনাট্যাক ৮০০০এক্স’ নামক যন্ত্রটি দিয়ে যাত্রা শুরু হয়েছিল মোবাইল ফোনের । মার্টিন কুপার ছিলেন তার অন্যতম স্রষ্টা । তিনি চেয়েছিলেন, মোবাইল ফোনের মাধ্যমে এমন সুযোগ সৃষ্টি করতে যার সাহায্যে একটি নির্দিষ্ট নাম্বার ডায়াল করে কোনো বিশেষ জায়গায় নয়, বরঞ্চ সরাসরি বিশেষ ব্যক্তির সাথে যোগাযোগ করা সম্ভব হবে । তবে তখন মোবাইলের আকারও ছিল বিশাল । কুপারের আবিষ্কৃত মোবাইলটি ছিল ১০ ইঞ্চি লম্বা । ওজন আড়াই পাউন্ড । একবার চার্জ হতে সময় লাগত ১০ ঘণ্টা । আর সেই চার্জ দিয়ে কথা বলা যেত মাত্র ২৫ মিনিট । সাক্ষাৎকারে একথা নিজেই জানালেন মার্টিন কুপার ।
আর এই সাক্ষাৎকারেই দিনে পাঁচ শতাংশের বেশি সময় মোবাইল ব্যবহারকারীদের উদ্দেশ্যে তিনি বললেন, ‘মোবাইলের ব্যবহার কমান, জীবনকে উপভোগ করতে শিখুন ।’।