এইদিন বিনোদন ডেস্ক,১৬ জুন : ইন্ডিয়া টিভির রজত শর্মার ‘আপ কি আদালত’-এ বলিউড অভিনেতা আমির খানের সাক্ষাৎকার সকলের নজর কেড়েছে । অভিনেতার ডান হাতে দেখা গেছে তাল তাগা । এমনকি ‘বয়কট তুর্কি’কে সমর্থন পর্যন্ত করেছেন তিনি । তুর্কির রাষ্ট্রপতি এরদোয়ানের গুনমুগ্ধ আমির খানের এহেন নয়া রূপ ট্রেন্ড করছে সোশ্যাল মিডিয়ায় । কেউ কেউ বলছেন যে আসন্ন ছবি ফ্লপ হওয়ার ভয়ে এটা আমির খানের একটা নতুন রূপ । সাক্ষাৎকারটি নিচে তুলে ধরা হল :
রজত শর্মার প্রশ্ন : তুর্কি অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের পাশে ছিল । তুর্কি ভারতের সাথে শত্রুতা করেছিল । পাকিস্তানকে ড্রোন দিয়েছিল । তারপর তুর্কির রাষ্ট্রপতি এরদোয়ানের সাথে আপনার ছবি প্রকাশ করে পাকিস্তান ।
আমির খান : তুর্কি খুব ভুল কাজ করেছে। আর প্রতিটা হিন্দুস্থানীর আঘাত লেগেছে তাতে । কয়েক বছর আগে ওদের দেশে ভূমিকম্প হয়েছিল । আপনাদের খেয়াল আছে (দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন)? তখন ওদের সব থেকে প্রথমে সাহায্যের হাত দিয়ে বাড়িয়েছিল ? সব থেকে প্রথমে আমাদের ভারত সরকার সাহায্যের হাত বাড়িয়েছিল । যেমন আমি অনুমান করিনি ঠিক তেমনি সেই সময় ভারত সরকারও অনুমান করেনি যে সাত বছর পর তুর্কি আমাদের সাথে এমন করবে । আমরা ওদের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়েছিলাম । সাহায্য করেছিলাম । ওরা যখন বিপাকে পড়েছিল তখন আমরা সাহায্য করেছিলাম । আর ওরা আমাদের এই প্রতিদান দিল ? এটা ভুল করেছে । আমার ফোটো সেই সময়কার ছিল যে সময় ভারত সরকার তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়েছিল ।
রজত শর্মা : আরো একটা ছবি আছে, এরদোয়ানের স্ত্রীর সাথে ।
আমির খান : সেটা তো আরো আগেকার । দেখুন রজতজি, একজন সেলিব্রেটি একজন অভিনেতা হিসেবে আমি যখন কোন দেশে যাই তখন নিজের দেশের দূত হিসেবে যাই । সেই কারণে কেউ যদি আমাকে চা পানের নিমন্ত্রণ জানায় তাহলে আমার সেখানে না যাওয়াটা ভুল হতো । এরকম আমাদের জীবনে অনেকবার ঘটে । টুকি যেটা করেছে সেটা খুব ভুল কাজ করেছে । এতে প্রতিটা হিন্দুস্থানের কষ্ট হয়েছে । এইভাবে আমাদের রাগ লাগছে যে আমরা তুর্কিকে সাহায্য করেছিলাম আর তুর্কি আমাদের প্রতিদানে এই দিল ।
রজত শর্মা : সেই সময় বয়কট তুর্কি ট্রেন্ড চলেছিল ।
আমির খান : সঠিক কাজ করেছে । আমাদের কোনোভাবে তুর্কিকে সমর্থন করা উচিত নয় । পাকিস্তানের সঙ্গে যখন আমাদের বিবাদ চলছিল তখন পাকিস্তানের সঙ্গে নিয়েছিল ওরা । যখন আমরাই ওদের মদত করেছিলাম । এটা কেমন হলো ? এটা ভুল করেছে, খুবই ভুল কাজ করেছে ।
প্রসঙ্গত,পহেলগামে হিন্দু পর্যটকদের উপর সন্ত্রাসী হামলায় ২৫ জন পর্যটক ও একজন স্থানীয় বাসিন্দার মৃত্যুর পর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের “অপারেশন সিঁদূর” অভিযানের স্মৃতি এখনো দেশবাসীর মধ্যে টাটকা হয়ে আছে । তখন সন্ত্রাসী রাষ্ট্র পাকিস্তানের দিকে সর্বোতভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল তুরস্ক । দিয়েছিল ড্রোন, যা দিয়ে ভারতে হামলা চালায় পাকিস্তান । যে কারনে “বয়কট তুর্কি” ট্রেন্ড চলে । সেই সময় তুরস্কের রাষ্ট্রপতি এরদোয়ান ও তার স্ত্রীর সাথে বলিউড অভিনেতা আমির খানের বেশ কিছু ছবি ভাইরাল হয় । যেকারণে আমির খানের ছবি বয়কটেরও আওয়াজ উঠেছিল তখন । এদিকে আগামী ২০ জুন মুক্তি পেতে চলেছে আমির খানের নতুন ছবি “সিতারে জমিন পার” । ফলে তিনি ধন্দ্বে আছেন যে ফের তার ছবি বয়কটের আওয়াজ উঠবে কিনা ।

একজন এক্স ব্যবহারকারী সাক্ষাৎকারের ভিডিওটি শেয়ার করে লিখেছেন,’আমির খান টাকার জন্য কী না করেন । “সিতারে জমিন পার” ছবির টিকিট বিক্রি হচ্ছে না, তাই লোকটি হাতে পবিত্র সুতো বেঁধে টিভিতে সাক্ষাৎকার দিচ্ছে। তুরস্ক বয়কটকে সমর্থন করছে।একজন সত্যিকারের মুসলিম আজ হিন্দুদের সামনে মাথা নত করছে । হিন্দুরা, তোমরা কি তোমাদের ঐক্যের শক্তি দেখতে পাচ্ছো?’
কিক্কি সিং লিখেছেন,’রজত শর্মা: আপনি কি তুরস্ক বয়কটকে সমর্থন করেন ? আমির খান: হ্যাঁ, অবশ্যই কিন্তু ভুলে যাবেন না যে এই একই ব্যক্তি যিনি বলেছিলেন যে আমি ভারতে নিরাপদ বোধ করি না ।’।

