প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৪ এপ্রিল : বেপরোয়া গতীতে চলা ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল টোটোর আরোহী একই মৎসজীবী পরিবারের চার সদস্য সহ পাঁচ জনের । সোমবায় ভোরে এই ভয়াবহ এই পথ দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ঝিঙ্গুটি এলাকায় বর্ধমান বোলপুর জাতীয় সড়কে । মৃত মৎসজীবী পরিবারের সদস্যদের নাম গঙ্গা সাঁতরা (৬৫), সরস্বতী সাঁতরা(৫৯), সীমা সাঁতরা(৪০),মামণি সাঁতরা(৩২)।জানা গিয়েছে ,সরস্বতী সম্পর্কে গঙ্গা সাঁতরার স্ত্রী।তাঁদেরই পুত্র বধূরা হল সীমা ও মামণি। অপর মৃত টোটোচালকের নাম মইনউদ্দিন মিদ্যা(৩৬)।মৃত মৎসজীবী পরিবারের সদস্যদের সকলের বাড়ি বর্ধমানের দেওয়ানদিঘী থানার পালিতপুর গ্রামে।একই গ্রামের সিজেপাড়ায় বাড়ি মৃত টোট চালকের । দুর্ঘটনার পরেই ডাম্পার চেড়ে পালায় চালক ও খালাসী। পুলিশ দুর্ঘটাগ্রস্ত টোটো ও ডাম্পার আটক করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে । পাশাপাশি পুলিশ ডাম্পারের চালক ও খালাসীর সন্ধান ও চালাচ্ছে ।
টোটো চালক মইনউদ্দিন মিদ্যা আত্মীয় সেখ সাবির জানিয়েছেন,মইনউদ্দিনের টোটোয় চেপে এদিন ভোরে পালিতপুর গ্রামের একই মৎসজীবী চারজন রওনা হন । তাঁরা মাছ ধরার জায়গার উদ্দ্যেশ্যে যাচ্ছিলেন। পথে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে যায়।মৃত মৎসজীবীদের পরিবারের এক সদস্য বাপি সাঁতরা জানান ,গ্রাম থেকে রওনা হয়ে টোটোটি যখন বর্ধমান বোলপুর রোডে উঠছিল তখনই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাস্থল এলাকার লোকজনের কাছ থেকে তিনি জানতে পারেন । টোটোটি বোলপুর রোডে ওঠার সময়েই গুসকরার দিক থেকে দ্রুত গতীতে আসা একটি পাথর বোঝাই ডাম্পার সজোরে টোটোয় ধাক্কা মারে । দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় টোটোচালক সহ টোটোর চায় আরোহী।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠায়। বর্ধমান বোলপুর সড়ক পথ দিয়ে চলাচলকারী পাথর ও বালি বোঝাই
ট্রাক ও ডাম্পারের গতী নিয়ন্ত্রণের দাবী করেছেন এলাকাবাসী ।।